শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৮, ০৭:৪৪ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০১৮, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতালির নাপলিতে স্বাধীনতা দিবস পালিত

ইসমাইল হোসেন স্বপন ইতালি: বাঙালির স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধের শুরুর দিন। এ ভূ-ভাগের সবচেয়ে বড় অর্জন, বাঙালির সহস্র বছরের জীবন কাঁপানো ইতিহাস- মহান স্বাধীনতা। অত্যাচার-নিপীড়নে জর্জরিত বাঙালি জাতির সামনে আলোকময় ভবিষ্যতের দুয়ার খুলেছিল এই দিন।

সেই দিনের স্বরণে গত রবিবার সন্ধ্যায় নাপলি কাসাদ্রিনো একটি হলরুমে আলোচনা সভার আয়োজন করে নাপলি আওয়ামী লীগের কাসাদ্রিনো শাখা।এতে কাসাদ্রিনো শাখা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তি যোদ্ধা জুবাইদ উল্লাহ মাষ্টার এর সভাপতিত্বে ও আহ্বায়ক শেখ আকবর এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ এসোসিয়েশন নাপলির সম্মানিত সভাপতি জয়নাল আবেদীন হাজারী ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাপলি আওয়ামী লীগের সহ সভাপতি নূরে আলম বিশ্বাস সহ বিভিন্ন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।

সভায় প্রধান অতিথি জয়নাল হাজারী বক্তব্যতে বলেন, অত্যাচার-নিপীড়নে জর্জরিত বাঙালি জাতির সামনে আলোকময় ভবিষ্যতের দুয়ার খুলেছিল এই দিন। গৌরব ও স্বজন হারানোর বেদনার এই দিনে বীর বাঙালি সশস্ত্র স্বাধীনতা যুদ্ধের সূচনা করেছিল। তাই আজ গৌরব ও অহঙ্কারের দিন। ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালির শৃঙ্খল মুক্তির দিন। বিশ্বের বুকে লাল-সবুজের পতাকা ওড়ানোর দিন।

তিনি আরো বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে পারি তাহলে আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করতে সক্ষম হব ইনসাআল্লাহ। পরিশেষে নাপলি আওয়ামী লীগের সহ সভাপতি নূরে আলম বিশ্বাস এর উপস্থিতিতে নাপলি কাসাদ্রিনো আওয়ামী লীগকে একটি আহবায়ক কমিটি গঠন করে দেওয়া হয়। এতে সম্মানিত আহবায়ক হিসেবে নিযুক্ত করা হয় শেখ আকবর হোসেন ও যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন কে। পরিশেষে আহবায়ক সভাপতি জুবায়ের উল্লাহর বক্তব্যর মাধ্যমে ও নাপলি কাসাদ্রিনো আওয়ামী লীগের ব্যবস্তাপনায় নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়