শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৮, ০৬:৪৩ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০১৮, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যারিয়ারে প্রথমবার দল থেকে বাদ পড়ছেন মঈন আলী

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড জাতীয় দলের অলরাউন্ডার মঈন আলী টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো জাতীয় দল থেকে বাদ পড়লেন। ইডেন পার্কে রোববার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫৮ রানে অলআউট ও ইনিংস ব্যবধানে হারের পর ব্যাপক পরিবর্তন আসছে ইংলিশ দলে। তারই খড়গ হিসেবে দল থেকে ছিটকে যাচ্ছেন মঈন।

এর আগেও অবশ্য একবার তিনি দল থেকে এক ম্যাচের জন্য বাদ পড়েছিলেন তবে সেটা ইনজুরির জন্য। পারফর্ম্যান্সের জন্য এবারই প্রথম দলের বাইরে যাচ্ছেন এই অলরাউন্ডার। ২০১৪ সালে অভিষেক হওয়ার পর এ পর্যন্ত ৫০টি টেস্ট খেলা মঈন আলী কখনোই দল থেকে বাদ পড়েননি। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অ্যান্টিগুয়া টেস্টে ইজনজুরিতে পড়ায় দলের বাইরে ছিলেন।

চলতি নিউজিল্যান্ড সফরে তার পারফর্মেন্সে কিছুটা ভাটা পড়েছে। প্রথম টেস্টের দুই ইনিংসে ব্যাট হাতে রান করেন ০ ও ২৮ এবং ১৭ ওভার হাত ঘুরিয়ে ৫৯ রানে উইকেট শূন্য থাকেন। আর অ্যাশেজে তো দেখা গেছে এক বিবর্ণ মঈনকে। ৯ ইনিংসে মোট রান ১৭৮ এবং ১১৬ গড়ে মাত্র ৫টি উইকেট!

মঈনকে দল থেকে বাদ দেওয়ার বিষয়ে কোচ ট্রেভর ম্যালিস বলেন, ‘আসলেই এটা হতাশাজনক যে সে দলে নেই। গত গ্রীষ্মে সে দারুণ ফর্ম দেখিয়েছে কিন্তু এই মৌসুমে তাকে সেই চেহারায় দেখা যাচ্ছে না। তবে তার সঙ্গে এ বিষয়ে আমি অবশ্যই বসবো।’

ইংল্যান্ড দলে এখন মঈনের বিকল্প হিসেবে অনেকজনের নামই সামনে আসছে। তাছাড়া দলের হয়ে পার্ট টাইম বোলার হিসেবে জো রুট ও ডেভিড মালান তো মাঝে মধ্যেই স্পিন বল করেন। তবে ইংলিশ দলে মঈন আলীর বিকল্প হিসেবে লিয়াম লিভিংস্টন বা মার্ক উডের দেখা মিলতে পারে। ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়