শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৮, ০৬:২২ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০১৮, ০৬:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: দুদক

ডেস্ক রিপোর্ট : দেশের টাকা বিদেশে পাচারকারীদের বিরুদ্ধে চলতি বছর থেকেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা জানান।

ইকবাল মাহমুদ বলেন, আমাদের দেশ থেকে অর্থপাচার হচ্ছে। এটা রোধ করতে হবে। যারা জনগণের অর্থপাচার করছে তাদের বিরুদ্ধে এ বছর থেকেই কঠোর অবস্থান নেওয়া হবে। এর পাশাপাশি আমাদের সক্ষমতাও বৃদ্ধি করতে হবে। শিক্ষা স্বাস্থ্যসহ সব রকমের পরিষেবা থেকে দুর্নীতি মুক্ত করা হবে।

তিনি আরও বলেন, প্রশ্ন ফাঁসের ব্যাপারে সরকার পদক্ষেপ নিচ্ছে। এরপরও আমরা নজরদারিতে রেখেছি। ফাঁসকারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান অব্যাহত থাকবে। তাদেরকে বলে দেই,আপনাদের ক্ষমা নেই।

দুর্নীতির বিরুদ্ধে দুদকের একার পক্ষে আন্দোলন করা সম্ভব না। তাই সবাইকে একসঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে বলে তিনি জানান।

দুর্নীতিকে টেকসই উন্নয়নের পথে বাধা উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি থাকলে টেকসই উন্নয়নে অগ্রগতি অর্জন করা সম্ভব না। সমাজের সর্বস্তরে দুর্নীতি আছে। তবে মাত্রা কিছুটা কমেছে। মানুষের সমর্থন ছাড়া দুদকের একার পক্ষে দুর্নীতি রোধ করা সম্ভব হবে না। সূত্র: বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়