শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৮, ০৬:১৫ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০১৮, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলাহাটে বোরো উৎপাদন নিয়ে হতাশ কৃষক

গোলাম কবির, ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের শত ভাগ বিদ্যুতায়নের ভোলাহাটে বিদ্যুতের ভেল্কেবাজিতে বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে কৃষকেরা হতাশ হয়ে পড়েছেন।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, ভোলাহাট উপজেলায় এ বছর ৫হাজার ৮শত ৭৫ হেক্টর জমিতে বোরো চাষ হচ্ছে। গত বছরের চেয়ে ৪শত হেক্টর এ বছর বেশি বোরো চাষ হচ্ছে।

এদিকে বরেন্দ্র উন্নয়ন কতৃপক্ষের আওতায় ২১৮টি বিদ্যুৎ চালিত গভীর নলকূপে বোরো চাষ হচ্ছে বলে বিএমডিএ সূত্র জানায়।

এছাড়াও ব্যক্তিগত প্রায় ৫০টি বিদ্যুৎ চালিত গভীর নলকূপ রয়েছে। যথাযথ বিদ্যুৎ সরবরাহ না হলে বোরো উৎপাদন লক্ষ্যমাত্রা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশংকা করছেন কৃষকেরা। এ ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও প্রানি সম্পদ দপ্তরে বিদ্যুতের কারণে ফ্রিজে রাখা ঔষধ নষ্ট হওয়ার আশংক রয়েছে। অপরদিকে আগামী ২ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু। বিদ্যুতের ভেল্কেবাজিতে পড়া-লাখা করতে বাধার মূখে পড়ছেন পরীক্ষার্থীরা। অন্যদিকে অফিস সময় বিদ্যুৎ না থাকায় কাজকর্ম গুটি যাচ্ছে অফিসগুলোর। এতে নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন নাগরিকেরা।

উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না হলে বোরো উৎপাদন লক্ষমাত্রা ব্যাহত হতে পারে। তিনি বোরো চাষের উৎপাদন লক্ষমাত্রা অর্জনের জন্য সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের কাছে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের দাবি করেন।

ভোলাহাট পল্লী বিদ্যুৎ সাব-জোন অফিসের এজিএম সোহেল রানার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভোলাহাট উপজেলায় মোট ১০ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। কিন্তু বর্তমানে আড়াই ও ৩ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বলেও কিছু হচ্ছে না বলে জানান। বিদ্যুতের অভাবে ভোলাহাট উপজেলার কৃষক, পরীক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীরা হতাশা প্রকাশ করে দ্রুত পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের দাবি করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়