শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৮, ০৫:১৬ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০১৮, ০৫:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সবুজ সমৃদ্ধ দেশ গড়ার জন্য সবার এক হওয়া দরকার

এম মোবারক আলী : আমাদের গ্রামের চার পার্শ্বে নদী নালা থাকার কারণে মিলিটারীদের তেমন কোন তৎপরতা দেখা যায় নি। যার কারণে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সুযোগটি পাইনি। তবে আমাদের পার্শ্ববতী ইউনিয়নগুলোতে অনেক ধ্বংশযজ্ঞ হয়েছে।

স্বাধীনতার এত বছর পর আমাদের মহান নেতার দিয়ে যাওয়া দেশটি আমরা আগের মত অক্ষুন্ন রাখতে পারিনি। তার স্বপ্নগুলো আমরা পুরিপূর্ণভাবে বাস্তবায়নও করতে পারছি না। এখন আমাদের মাঝে একধরণের দলাদলি শুরু হয়েছে।

একজন এইদল অন্যজন ঐদল করে। এভাবে একদল একটি মানে তো আরেকদল তার বিপরীতটি মানে। আমাদের জাতির জনক বঙ্গবুন্ধ শেখ মুজিবুর রহমান এধরণের দেশ চাননি। তিনি একটি সোনার বাংলাদেশ চেয়েছেন। যেখানে সবাই একদলের হবে। সবার উপরে দেশ থাকবে।

কিন্তু আমরা এখন দেশের মধ্যে দেখছি হাজার মানুষের হাজার মত। এই দেশ তো আমাদের নেতা চাননি। তাহলে কেন এ অবস্থা আমাদের? স্বাধীনতা দিবসের ৪৮তম বছরে আমরা আমাদের সবার মাঝে আগের মত আন্তরিকতা লক্ষ্য করি না। এখন সবাই কেমন যেন অনুষ্ঠান নির্ভর হয়ে পড়েছে।

আগে আমরা বলতে শুনতাম, স্বাধীনতার হাতিয়ার গর্জে উঠুক আরেক বার। কিন্তু এখন আমাদের মাঝে যে বিভাজন তাতে স্বাধীনতার হাতিয়ারও নেই আর গর্জে উঠার সম্ভাবনাও নেই।

তাই এখন একটি সবুজ সমৃদ্ধ দেশ গড়ার জন্য সবাইকে এক হওয়ার দরকার। স্বাধীনতার ৪৮তম বছরে সবাইকে এই আহ্বানই জানাই।
পরিচিতি : অবসরপ্রাপ্ত শিক্ষক/ মতামত গ্রহণ : শাখাওয়াত উল্লাহ/ সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়