শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৮, ০৫:০১ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০১৮, ০৫:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা আতংকিত হওয়ারই কথা

নাহিদ হাসান : শুধু ফেসবুকেই তথ্য পাচার হয় এমনটি নয়। আমরা দেখেছি ফেসবুকে ফাঁসকৃত প্রশ্ন আদান প্রদান হয়। তবে সব প্রশ্নই তো আর সত্য হয়না। ফেসবুকে অনেক অপপ্রচার হয়।

আমার আইডি ব্যবহার করে কিংবা অনুরূপ ভুয়া আইডি খুলে কেউ একজন ভুল কোন কিছু প্রচার করতে পারে, কিংবা কোন অনৈতিক কাজ করতে পারে। তবে ফেসবুক এখন অপরাধীদের তথ্য আদান প্রদান কিংবা তথ্য পাচারের বড় একটি মাধ্যম হয়ে দাড়িয়েছে। সাধারন জনগণ হিসেবে আমরা আতংকিত হওয়ারই কথা। কারণ, আমরা ফেসবুকে অনেক গুরুত্বপূর্ন কথা আদান প্রদান করে থাকি।

যে কোন ব্যক্তিই তার ব্যক্তিগত আইডি থেকে কারো সাথে গুরুত্বপুর্ন কথা আদান প্রদান করতে পারে। এসব কথা যদি কেউ একজন হ্যাক করে পাচার করে তবে কখনো কখনো ব্যক্তিগত ভাবে কিংবা রাষ্ট্রীয় ভাবেও বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।

সুতরাং যারা এ ধরনের কাজ করছে, তাদেরকে চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে। ফেসবুকের পক্ষ থেকে একটি নীতিমালা দেওয়া উচিত যে, এই এই কাজ করতে পারবে এবং এই এই কাজ করতে পারবেনা।

ফেসবুক তো বন্ধ করা যাবেনা, কারণ এটি একটি মাধ্যম হয়ে গেছে। তবে এমন কোন কাজ করা যেতে পারে, বাড়তি কিছু লেখা,আপত্তিকর জিনিস প্রচার করা, অনেক গোপন তথ্য প্রচার করলে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
পরিচিতি : চাকুরীজীবি /মতামত গ্রহণ : মাহবুবুল ইসলাম/সম্পাদনা : শাখাওয়াত উল্লাহ

  • সর্বশেষ
  • জনপ্রিয়