শিরোনাম
◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬

প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৮, ০৪:৫৩ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০১৮, ০৪:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানবাধিকার কমিশন বন্ধে তিউনেশিয়ার সাংসদদের সম্মতি!

আব্দুর রাজ্জাক: তিউনেশিয়ার পার্লামেন্টের অধিকাংশ সদস্যের ভোটে বাতিল হতে যাচ্ছে দেশটির মানবাধিকার কমিশন। বিশ্বে বিরল এ ভোটাভুটিতে বিশ্বয়করভাবে প্রস্তাবের বিপক্ষে একটি ভোটও পড়েনি। একটি সমীক্ষানুযায়ী ২০১৩সাল পর্যন্ত দেশটিতে মোট ৬২হাজার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিবন্ধিত হওয়া সত্ত্বেও তারা কমিশনটি বন্ধের প্রস্তাবে ভোটভুটির আয়োজন করেছে বলে দাবি প্রধান বিরোধীদল আন-নাহদার।

সোমবার পার্লামেন্টে ক্ষমতাসিন দলের সাংসদদের উপস্থিতিতে আগামী মে’তে মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া দেশটির মানবাধিকার কমিশনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে একটি ভোটাভুটির আয়োজন করা হয়। সেখানে অধিকাংশ সাংসদ কমিশনটির মেয়াদ নবায়নের বিপক্ষে ভোট দিয়েছে এবং বিশ্বয়করভাবে কমিশনটির মেয়াদ নবায়ন করার পক্ষে কোন ভোটই পড়েনি। বাতিলের পক্ষে মোট ৬৮জন সমর্থন দেয় এবং দু’জন সাংসদ অনুপস্থিত থাকায় তাদের ভোট নেওয়া সম্ভব হয়নি।

দীর্ঘদিনের বিতর্কিত প্রস্তাবটির বিরোধিতা করে প্রধান বিরোধীদল ভোটদানে বিরত থাকে এবং তারা অন্যান্য দলের সাথে যৌথভাবে সংসদ ত্যাগ করে চলে যায়। সরকারি দল ভোট গ্রহণের ন্যূনতম সংখ্যার ২১৭জনের এক-তৃতীয়াংশ সমান অর্থাৎ ৭৩জনও উপস্থিত করতে পারেনি। বিষয়টি অসাংবিধানিক বলে এই ভোট কোনভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে বিরোধীরা।

অন্যদিকে, দেশটির সরকারিদল ‘নিদা তুনেস’ সামাজিক যোগাযোগমাধ্যমে মানবাধিকার কমিশনের বিপক্ষে প্রচারণা চালিয়ে এর মেয়াদ বৃদ্ধির প্রয়োজন নেই বলে দাবি করেছে। আল-জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়