শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৮, ০৩:৩২ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০১৮, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেঞ্চুগঞ্জের ৫ ইউপিতে নির্বাচন বৃহস্পতিবার

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: দেড় দশক পর আইনি লড়াই শেষে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার (২৯ মার্চ) ।

নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই মঙ্গলবার মধ্যরাত থেকে সব ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা নিষিদ্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মাইকিং, মিছিল, দলবদ্ধ প্রচার কাজও কড়াভাবে নিষেধ করা হয়েছে।

এদিকে, এবারের নির্বাচনে দলীয় প্রার্থীর পাশাপাশি প্রবাসী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করায় ভিন্ন মাত্রা এসেছে। সেইসঙ্গে চলছে রাজনৈতিক সমীকরণ। একইসঙ্গে শেষ মুহূর্তে এসে প্রার্থী এবং ভোটাররাও কষছেন নানা হিসাব-নিকাশ। তবে এবারের নির্বাচনে অংশ নেওয়া অধিকাংশ প্রার্থীই তরুণ।

ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন: উপজেলা সদরে অবস্থিত ১নম্বর ইউনিয়ন পরিষদ হলো ফেঞ্চুগঞ্জ। এই ইউনিয়নের জনসংখ্যা ২৪ হাজার ৯৪৮। ইউনিয়নে মোট ভোটার ১৪ হাজার ৭৮৩ জন। এই ইউনিয়নে ২০০৩ সালের ১ মার্চ সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। মামলা সংক্রান্ত জটিলতা অবসানের পর আগামী ২৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মাইজগাঁও ইউনিয়ন : উপজেলার সবচেয়ে বেশি জনসংখ্যা অধ্যুষিত ইউনিয়ন মাইজগাঁও। ৩৯ হাজার ৯৩২ জনসংখ্যা অধ্যুষিত এই ইউনিয়নের মোট ভোটার ১৯ হাজার ১৯২ জন।

ঘিলাছড়া ইউনিয়ন : ঘিলাছড়া ইউনিয়নে মোট জনসংখ্যা ৩২ হাজার ৫৫৯। ইউনিয়নের ভোটার সংখ্যা ১৬ হাজার ৬৩৭ জন।

উত্তর কুশিয়ারা ইউনিয়ন : ২০১১ সালে উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ নামে দুটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। ৪ নম্বর উত্তর কুশিয়ারা ইউনিয়নের মোট জনসংখ্যা ২০ হাজার ৫৬৩ জন। ভোটার সংখ্যা ১২ হাজার ৩২৭। নবগঠিত এই ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন : নবগঠিত ৫ নম্বর উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের জনসংখ্যা ২০ হাজার। মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৬৫৩ জন। উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া এই ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন এবং সাধারণ সদস্য পদে ৪১ জন নির্বাচনি লড়াইয়ে মাঠে রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়