শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৮, ০৩:৪০ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০১৮, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভালো ফলন পেয়েও বিক্রি করতে না পারায় বিড়ম্বনায় আলু চাষীরা

জান্নাতুল ফেরদৌসী: উত্তরাঞ্চলের লাখো আলু চাষী ভালো ফলন পেয়েও খুশি নেই। কারণ প্রতি কেজি আলু উৎপাদনে খরচ পড়েছে ১২ টাকা, কিন্ত  কেজি প্রতি ৩ টাকাও বিক্রি করতে পারছে না। গত বছর দাম কম থাকলেও মাঠে এসে ব্যাপারীরা ট্রাকে ট্রাকে আলু নিয়ে গেছে দেশের বিভিন্ন প্রান্তে। এবার মৌসুম বয়ে যায়, তবু ব্যাপারীদের দেখা নেই। আলু নিয়ে এই অঞ্চলের কৃষকের বিড়ম্বনার শেষ নেই। এবারের সংকট যেন আরও অনেক বেশি।

চাষীরা জানান, ৮৪ কেজি ওজনের এক বস্তা আলুর গড় বাজার দর এখন সাড়ে তিনশ’ টাকা, যদিও উৎপাদন ব্যয় হাজার টাকার বেশি। বাড়ি থেকে বয়ে আলু পৌঁছে দিলেও এর বেশি দাম দিচ্ছেন না স্থানীয় ব্যবসায়ী ও হিমাগারের এজেন্টরা।

এদিকে বোরো আবাদের উপযুক্ত সময় এরিমধ্যে চলে গেছে। মাঠের আলু মাঠেই থাকায় হা-হুতাশ বাড়ছে কৃষকের।

কয়েকজন আলুচাষি বলেন, কেউ আলু কিনতে আসছে না। কোনো ব্যাপারীরাও আলু দেখতে আসছে না। দামও বলছে না। আমরা মাঠে মারা যাচ্ছি কিন্তু সরকার আমাদের দিকে তাকায় না।

বিশ্লেষকদের মতে, কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর, অধিদপ্তর ও এজেন্সিগুলোর সমন্বয়হীনতার, নিষ্ক্রিয়তায় অনিয়ন্ত্রিত উৎপাদনের ফলে মার খেয়েই চলেছে কৃষক।

রংপুর কৃষক আন্দোলনের আহ্বায়ক নজরুল ইসলাম হক্কানি বলেন, প্রতিটি ব্লকে আলু উৎপাদনে একটা পরিমাণ নিদিষ্ট করে দেয়া উচিত। সবাই যেন আলু উৎপাদন না করে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যে, দেশে আলুর গড় উৎপাদন প্রায় ৯৫ লাখ মেট্রিক টন। যার ৩৫ শতাংশ হয় রংপুর-দিনাজপুর অঞ্চলে। সূত্র: সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়