শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৮, ১০:১৯ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০১৮, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সহিষ্ণু সমাজে কখনো জঙ্গিবাদ তৈরি হয় না (ভিডিও)

ওয়ালি উল্লাহ সিরাজ : গত দশ বছরে আসলে আওয়ামী লীগকে কেউ দুর্বল করতে পারে নি। বরং বিরোধী দলগুলো দুর্বল হয়ে পড়েছে। আর বিরোধী দলগুলো দুর্বল হয়ে পড়া ভালো না খারাপ সেটা আমরা ভবিষ্যতে দেখতে পারবো। তবে আমার কাছে দুশ্চিন্তার কারণ মনে হয়, সরকারী দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। আসলে বিরোধী দল অন্য আর একটি দলের ঐক্যকে মজবুত করে কিন্তু ভালো কোনো বিরোধী দল না থাকলে এই দ্বন্দ্ব আরো বাড়ে।

মঙ্গলবার দিবাগত রাতে চ্যানেল আইয়ের আজকের সংবাদপত্র অনুষ্ঠানে এমন মন্তব্য করেন সাংবাদিক, গবেষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আফসান চৌধুরী।

তিনি আরো বলেন, আমার কাছে আরো একটি বিষয় উদ্বেগের মনে হয় সেটা হচ্ছে আমাদের দেশের লোকেরা গবেষণা করছে না। তারা ফেসবুকে ঢুকে গেছে। আর এই ফেসবুকের মাধ্যমে খুনাখুনির সংস্কৃতি, বিদ্বেষের সংস্কৃতি এবং অসহিষ্ণুতার সংস্কৃতি বৃদ্ধি পাচ্ছে। আমাদেরকে এর থেকে বের হয়ে আসতে হবে অন্যথায় আমাদের সমাজ আরো বেশি অসহিষ্ণুতার দিকে যাবে। আমি জঙ্গিবাদের বিষয়ে গবেষণার কাজ করছি তাই আমি একটি কথা বলতে পারি সেটা হচ্ছে সহিষ্ণু সমাজে কখনো জঙ্গিবাদ তৈরি হয় না।

আফসান চৌধুরী আরো বলেন, আমার মনে হয় ফেসবুককে সঙ্কুচিত করা যাবে না। ফেসবুক নিয়ে দিন দিন আলোচনা বেড়েই চলবে। এই ক্ষেত্রে তো আরো নতুন মাত্রা পেয়েছে। ফেসবুক ব্যক্তিগত বিভিন্ন তথ্য ফাঁস করে দিচ্ছে। এই বিষয়গুলো তো ফেসবুক কর্তৃপক্ষের সংরক্ষণ করার কথা ছিলো কিন্তু তারা সেটা করছে না। ঠিক আমাদের দেশেও যাদের এই সকল তথ্য সংরক্ষণ করার কথা তারা সেটা করছেন কিনা সেটাও তো বলতে পারবো না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়