শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৮, ০৯:১৩ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০১৮, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোস্তাফা জব্বারের হস্তক্ষেপে বেসিস নির্বাচন হচ্ছে

ডেস্ক রিপোর্ট : বন্ধ হচ্ছে না বেসিস নির্বাচন। বেসিসের বর্তমান কমিটির সভাপতিসহ সকল কর্মকর্তারা সন্ধ্যায় ডাক-টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বারের সাথে দেখা করে বাণিজ্যমন্ত্রণালয়ের চিঠির বিষয়টি তার কাছে তুলে ধরেন।

এসময় মোস্তাফা জব্বার বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদকে তাৎক্ষণিক ফোন দেন। মোস্তাফা জব্বারের অনুরোধে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বেসিস নির্বাচন বাতিলে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি বা সিদ্ধান্ত প্রত্যাহার করার বিষয়ে আশ্বস্ত করেছেন।

নির্বাচন নিয়ে জানতে চাইলে ‘টিম হরাইজন’-এর নেতৃত্ব দেওয়া বেসিসের বর্তমান সভাপতি সৈয়দ আলমাস কবির বলেন, আমরা ডাক-টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ'র সাথে দেখা করেছি। তারা আমাদের আস্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী ডিটিও'তে ফোন করে নির্বাচন স্থগিত আদেশ বন্ধ করে আইনানুগ ব্যবস্থা নিয়ে বেসিস নির্বাচন চালিয়ে যাওয়ার কথা বলেন।

এ বিষয়ে বেসিসের পরিচালক দেলোয়ার হোসেন ফারুক নতুন সময়ের কাছে বেসিসের নির্বাচন চালিয়ে যাওয়ার আশ্বাস দেয়ায় আইসিটি মন্ত্রী মোস্তাফা জব্বারকে ধন্যবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) পরিচালনা পর্ষদের ২০১৮-২০ মেয়াদের নির্বাচন স্থগিত করতে নির্দেশ দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়।

২১ মার্চ মধুমতি টেকের প্রোপাইটার রকিবুল মিনাসহ ১১ জনের আবেদনের প্রেক্ষিতে ২২ মার্চ নির্বাচন বন্ধের নির্দেশ দিয়ে একটি চিঠি বেসিস নির্বাচন কমিশনের কাছে পাঠায় বাণিজ্যমন্ত্রণালয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব সৈয়দা নাহিদা হাবিবা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ২০১৭ সালের ২২ নভেম্বর যে বিশেষ সাধারণ সভায় (ইজিএম) হওয়ার কথা ছিল সেটা শেষ করে এবং এখন পর্যন্ত বেসিস যেসব বিষয় সংশোধন না করে ঝুলিয়ে রেখেছে সেগুলো সংশোধন করে পুনরায় তফশিল করে নির্বাচন করতে হবে। সূত্র : নতুন সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়