শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৮, ০৯:০১ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০১৮, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওষুধের দাম কমানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট : সাধারণ মানুষের জন্য ওষুধের দাম কমানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মাদ নাসিম।

সোমবার (২৭ মার্চ) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির ৪৭তম বার্ষিক সাধারণ সভায় ওষুধ শিল্প মালিকদের এ আহ্বান জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, বাংলাদেশের ওষুধের সুনাম বিশ্ব জুড়ে। বর্তমানে বিশ্বের ১৫১টি দেশে ওষুধ রফতানি হচ্ছে। এবার সাধারণ মানুষের জন্য ওষুধের দাম কমাতে হবে।

ভেজাল ওষুধের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিছু ব্যক্তি ভেজাল ওষুধ বিক্রি করছে। এদের চিহ্নিত করতে হবে যেনো এরা আপনাদের সদস্য না হতে পারে। ভেজাল ওষুধের কারখানা বন্ধ করতে হবে।

ওষুধের দোকান প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা শহরে ব্যাঙের ছাতার মতো ওষুধের দোকান গড়ে উঠেছে। এগুলো বন্ধ করতে হবে। লাইসেন্স ছাড়া কেউ যেনো ওষুধ বিক্রি না করতে পারে সেদিকে নজর রাখতে হবে।

বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের ওষুধের সুনাম সারা পৃথীবিতে। আগামীতে পোশাক শিল্পের পর ওষুধের অবস্থান হবে। এখন ১৫১টি দেশে সাড়ে ৩ বিলিয়ন ডলারের ওষুধ রফতানি হচ্ছে। কিছুদিন পরে এখাতে রফতানি আয় দাঁড়াবে ৫ থেকে ৬ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি নাজমুল হাসান পাপনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- স্বাস্থ্য সচিব সিরাজুল হক খান, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান, মহাসচিব এসএম শফিউজ্জামান প্রমুখ। বাংলানিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়