শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৮, ০৪:০৫ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০১৮, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদালতে হাজির হননি সেলিম ওসমান

ডেস্ক রিপোর্ট: শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার মামলায় সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি আবার পিছিয়েছে। অসুস্থ দাবি করে চতুর্থ দফায়ও সময় নিলেন সেলিম ওসমানের আইনজীবীরা।

মঙ্গলবার এ মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে সেলিম ওসমান আদালতে হাজির হননি। তাঁর পক্ষে আইনজীবীরা সময় আবেদন করেন। ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালত জেসমিন আরা বেগম তা মঞ্জুর করে ২৮ জুন নতুন তারিখ ধার্য করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল কবির প্রথম আলোকে বলেন, এ নিয়ে চার দফায় অসুস্থতা দাবি করে সেলিম ওসমানের তাঁর আইনজীবীরা সময় নেন। মামলাটিতে জামিনে যাওয়ার পর সেলিম ওসমান আদালতে হাজির হননি।

আদালত সূত্রে জানা যায়, ধর্ম অবমাননার অভিযোগ তুলে ২০১৬ সালের ১৩ মে শ্যামল কান্তিকে তাঁরই স্কুলের প্রাঙ্গণে লাঞ্ছিত করা হয়। ওই ঘটনার ভিডিওতে প্রধান শিক্ষককে কান ধরে ওঠ-বসের নির্দেশ দিতে দেখা যায় স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানকে। ওই ঘটনায় ১৮ মে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত রুলসহ তদন্তের নির্দেশ দেন। কিন্তু পুলিশ প্রকৃত দোষী ব্যক্তিদের চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে মন্তব্য করার পর ১০ আগস্ট হাইকোর্ট বিচার বিভাগীয় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত বিচার বিভাগীয় তদন্ত করে গত বছরের ১৯ জানুয়ারি সেলিম ওসমান ও অপু নামের স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে প্রতিবেদন দেন। ২২ জানুয়ারি বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ জে বি এম হাসানের বেঞ্চ রুল নিষ্পত্তি করেন এবং বিচার নিষ্পত্তির জন্য ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানোর নির্দেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়