শিরোনাম
◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৮, ০২:২৭ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০১৮, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অগ্নিকান্ডের ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা রাশিয়ায়

ইমরুল শাহেদ : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কেমেরোভোর অগ্নিকান্ডের ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে বুধবার এক আদেশ জারি করেছেন। এ সময়ে টেলিভিশনে কোনো প্রকার বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করা যাবে না। উল্লেখ্য, ২৫ মার্চ এক ভয়াবহ অগ্নিকান্ডে কেমেরোভোর শপিং মলে ৪১ জন শিশুসহ ৬৪ জন নিহত হয়েছেন। ঘটনার পরপরই অকুস্থল থেকে ১০০ জনকে উদ্ধার করা হয়। নিখোঁজ রয়েছেন অনেকেই। মঙ্গলবার পুতিন শপিং মল পরিদর্শন করেন। এ সময় তিনি শপিং মলের কাছাকাছি পুষ্প স্তবক প্রদান করেন এবং যারা তদন্ত কাজে অসন্তুষ্ট ছিলেন, তাদের সঙ্গে তিনি অনির্ধারিত এক বৈঠকে মিলিত হন। বৈঠকে তিনি বলেছেন, মৃত্যুর সংখ্যা নিয়ে যে আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়েছে কেউ যেন তা অবিশ্বাস না করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত অসমর্থিত সংবাদের ব্যাপারে তিনি সকলকে সতর্ক করে দেন।
এই ঘটনার তদন্ত কর্মকর্তা আলেকজান্ডার বাস্ট্রাইকিন বলেছেন, নিরাপত্তা রক্ষী সুযোগ থাকা সত্ত্বেও সতর্ক ঘন্টা বাজাননি। তবে পুতিনের সঙ্গে বৈঠকের সময় বাস্ট্রাইকিন বলেন, ‘১৯ মার্চ থেকেই অগ্নিবিপদাশঙ্কা পদ্ধতি অকেজো ছিল। তবে এর সঙ্গে কেউ জড়িত ছিল না।’
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অল-রাশিয়ান ইনস্যুরার (ভিএসএস) প্রেসিডেন্ট আইগর ইউরজেন্স বলেছেন, আগুনে পুড়ে ভেঙ্গে পড়া শপিং মলের দালানের ইনস্যুরেন্স করা ছিল না। অগ্নিনির্বাপকদেরও অনেক বিলম্বে অকুস্থলে ডাকা হয়েছে। যখন তারা মলে পৌঁছেন তখন তিনটি সিনেমা হল এবং একটি পোষা প্রাণীর চিড়িয়াখানা আগুনে পুড়ছিল। এ তথ্য জানিয়েছে রাশিয়ান জরুরি মন্ত্রণালয়। স্ফুটনিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়