শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৮, ০১:৪৬ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০১৮, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সর্বস্তরে নারী নিপীড়ন ও ধর্ষণের বিচার করতে হবে : ছাত্র ইউনিয়ন

রফিক আহমেদ : বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেছেন, নারী নির্যাতন ও ধর্ষণের সর্বোচ্চ বিচার নিশ্চিত ও সর্বোচ্চ নারী স্বাধীনতা নিশ্চিত করেই সমাজের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে হবে। মঙ্গলবার গণপরিবহন শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের বিভিন্ন স্তরে অব্যহত নারী নিপিড়নের প্রতিবাদে, ধর্ষণ ও নারী নির্যাতনের বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগরের আয়োজনে প্রতিবাদী সমাবেশে বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেন- চলমান নারী বৈষম্য ও নির্যাতন সমাজের সামগ্রিক মনস্তত্ত্বের বিকারগ্রস্তেরই প্রমাণ। জন্মলগ্ন থেকেই নারীর প্রতি বিরূপতা শিক্ষা থেকেই এই বিকারগ্রস্ততা রাষ্ট্রের মানবিকমুক্তি, নারীমুক্তি ছাড়া সম্ভব নয়।

ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর সংসদের সভাপতি দীপক শীল দীপক শীল বলেন- লাগাতার বিচারহীনতায় ফলেই আজ শিক্ষা প্রতিষ্ঠানে, বাসে, রাজপথে, এমনকি নিজের বাসগৃহেও নারী ধর্ষণ এবং নির্যাতনের শিকার হচ্ছে। নারী নিরাপত্তা নিশ্চিত ও নীপিড়নের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত সামগ্রিক উন্নয়ন ও মুক্তিযোদ্ধের চেতনা বাস্তবায়ন সম্ভব নয়। তিনি অনতিবিলম্বে বিউটি, তনু ও আফসানাসহ সকল হত্যাকা-ের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। সর্বত্র নারীর নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

সমাবেশ থেকে অভিনেতা মোশারফ করিমের বক্তব্যের প্রতি সংহতি এবং তার বাড়িতে হামলা চালানের নিন্দা জ্ঞাপন করা হয়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর কমিটির সভাপতি দীপক শীলের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জহর লালের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অনিক রায়, সহ-সভাপতি মেহেদী হাসান নোভেল, ঢাকা মহানগর সংসদের সহ-সভাপতি অন্তু চন্দ্র নাথ, সহ-সভাপতি ফয়জুর মেহেদী ও সহকারী সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়