শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৮, ১২:৪৫ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০১৮, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্নীতিবাজরা শান্তি ভোগ করতে পারবে না : দুদক

জুয়াইরিয়া ফৌজিয়া : দুর্নীতিবাজরা কেউই শান্তি ভোগ করতে পারবে না, সবাইকেই আইনের আওতায় আনার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে দুদক আয়োজিত এক অনুষ্ঠানে ইকবাল মাহমুদ এ হুঁশিয়ারি দেন।

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, কমিশনের একটি নিজস্ব ‘ইন্টেলিজেন্স ইউনিট’ গঠন করা হয়েছে। বর্তমানে সংক্ষুব্ধদের অভিযোগ অথবা সংবাদপত্রের প্রতিবেদন ছাড়াই এই ইউনিটের মাধ্যমে বিভিন্ন ব্যবসা-বাণিজ্য, শিক্ষা-স্বাস্থ্য, সরকারি পরিসেবা প্রদানকারী সংস্থায় দুর্নীতিবাজ হিসেবে জনশ্রুতি আছে, তাদের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে। এরই মধ্যে কয়েকটি গোয়েন্দা তথ্য আমলেও নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এসব কর্মতৎপরতার মাধ্যমে দেশে এমন অবস্থা সৃষ্টি করা হবে, যাতে কেউ শান্তিতে অনুপার্জিত আয় ভোগ করতে না পারে। এমন পরিস্থিতি হবে, যাতে দুর্নীতিবাজরা মনে করতে বাধ্য হয় দুর্নীতি সুখের কোনও বিষয় নয়। দুর্নীতি যেই করুক তাদের শাস্তি পেতেই হবে।

দুদক দুর্নীতিবাজদের বিরুদ্ধে শতভাগ শাস্তি নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ জানিয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, গত বছর কমিশনের মামলায় প্রায় ৭০ ভাগ সাজা নিশ্চিত করা সম্ভব হয়েছে। কমিশন আগামী দিনে এমনভাবে কাজ করতে চায়, যাতে প্রত্যেকটি দুর্নীতিবাজের সাজা হয়, অর্থাৎ শতভাগ মামলায় সাজা নিশ্চিত হয়। এটা করতে যা যা করণীয়, কমিশন তা করবে।

অন্যদিকে শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ বলেন, শাসন ব্যবস্থায় ছিদ্র থাকলে রাষ্ট্র চাইলেও দুর্নীতিমুক্ত থাকতে পারবে না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়