শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৮, ১১:৪২ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০১৮, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারীকে বাদ দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয় : তারানা

ফাহিম ফয়সাল : তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, দেশের মূল জনগোষ্ঠীর অর্ধেক নারী। নারীদেরকে কাজে লাগতে না পারলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁও পিকেএসএফ ভবনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত ‘সময় এখন নারীর: উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবন ধারা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের সমাজে নারী-পুরুষের বৈষম্য দূর করতে হলে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। নারীদেরকে প্রতিবাদ করা শিখতে হবে। প্রতিবাদ করতে না পারলে বাঁধা দূর হবে না।

সেমিনারে মূল প্রবন্ধ পাঠকারী ড. মুহম্মদ শহীদ উজ জামান বলেন, নারীদের আইনের আশ্রয় সুনিশ্চিতকরণে, ন্যায়বিচার তথা নারীর মানবধিকার প্রতিষ্ঠার জন্য পৃথক নারী মানবাধিকার কমিশন গঠন করা প্রয়োজন।

তিনি আরও বলেন, মজুরি দেয়ার ক্ষেত্রে নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়। পুরুষের চেয়ে নারীদের মজুরি কম দেয়া হয়। এই বৈষম্য দূরীকরণে সরকারের কর্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এছাড়া আমাদের গণমাধ্যমকে আরও নারীবান্ধব হতে হবে এবং সব পরিসংখ্যানে নারীর অবদানকে দৃশ্যমান ও প্রচারমুখর করতে হবে।

সভাপতির বক্তব্যে পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জমান আহমদ বলেন, আমরা এগিয়ে যাচ্ছি। এ অগ্রগতিকে ত্বরান্বিত করতে, নারীর অগ্রগতিকে ত্বরান্বিত করতে হবে। আমরা যদি পিছিয়ে পরা নারীদের উৎপাদনের সাথে জড়িত করতে পারি তাহলে তাদের উন্নতি হবে।

সেমিনারে স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়াকে সম্মাননা প্রদান করা হয়।

এসময় আরও বক্তব্য রাখেন, পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল করিম, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জিল্লার রহমান, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, ড. নিলুফার বানু প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়