শিরোনাম
◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৮, ০৭:১৯ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০১৮, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আড়াইহাজারে দুই জনের রহস্য জনক মৃত্যু

এম এ হাকিম ভূঁইয়া,আড়াইহাজার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বপন ও আছমা নামে দুই ব্যাক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ খবর পেয়ে লাশ দুইটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

স্বপন উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী এলাকার মন্তার ছেলে। আছমা উপজেলার বিশ্বনন্দী ইউনিয়নের কড়ইতলা এলাকার তারেক রহমানের স্ত্রী।

মঙ্গলবার সকালে ব্রাহ্মন্দী এলাকায় অবস্থিত উপ-স্বাস্থ্য কেন্দ্রের পেছনে একটি গাছের সাথে দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় স্বপনের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়। অপরদিকে বিশ্বনন্দী ইউনিয়নের চৈতনকান্দা এলাকা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় আছমার লাশ উদ্ধার করা হয়।

গোপালদী তদন্ত কেন্দ্রের ওসি হাসান নিহতের পরিবারের জানান, দেড় বছর আগে আছমার সঙ্গে কড়ইতলা এলাকার তারেকের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের সংসারে নানা বিষয় নিয়ে কথা কাটাকাটি হতো।

শুক্রবার আছমা তার বাবার বাড়ি চৈতনকান্দায় বেড়াতে আসেন। সোমবার বাবার বাড়িতেই তার স্বামী তারেকের সঙ্গে তার ঝগড়াঝাটি হয়। এরই জের ধরে পরে সে গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেয়ে মৃত্যুর কারণ সঠিকভাবে নির্ণয় করা যাবে।

এদিকে আড়াইহাজার থানার ওসি এম এ হক বলেন, স্বপনের লাশটি ঝুলন্ত অবস্থায় ব্রাহ্মন্দী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেয়ে সঠিকভাবে মৃত্যুর কারণ বলা যাবে। তিনি আরও জানান, দুই ঘটনায় পৃথক ইউডি মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়