শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৮, ০৫:৪৫ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০১৮, ০৫:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিধ্বস্ত অর্থনীতি থেকে উন্নয়নশীল অর্থনীতি

ড. মির্জা আজিজুল ইসলাম : স্বাধীনতার ৪৮ বছরে পর আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে ভাল হয়েছে। কারণ, ৪৮ বছর আগে আমরা একটি বিধ্বস্ত অর্থনীতি নিয়ে পথ চলা শুরু করেছিলাম।

আমি বলবো, শুধু সে অবস্থান থেকে উন্নয়নই করিনি বরং আমরা এখন পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় প্রবৃদ্ধিতে অনেক এগিয়ে। আমাদের দেশে গত পাঁচ বছরে গড়ে ১ শতাংশ করে জিডিপি বেড়েছে। গত পনের বছরে এশিয়ার অনেক দেশের চেয়ে আমাদের জিডিপি বৃদ্ধির হার অনেক ভাল ছিল। সবচেয়ে ভাল বিষয় হলো মাত্র দুটি দেশ গত পাঁচ বছরে জিডিপি প্রবৃদ্ধিতে আমাদের চেয়ে এগিয়েছিল।

দারিদ্র বিমোচনে আমাদের ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। যা দেশের জন্ম লগ্নে দারিদ্র ছিল ৭৫ শতাংশ। আর এখন আছে তা ২২-২৫ শতাংশ। এখন আমাদের দেশের অর্থনীতির জন্য বেশ কিছু আশা আমরা করে থাকি, তার মধ্যে উল্লেখযোগ্য হলো, দারিদ্র বিমোচন করতে হবে, বেসরকারী খাতে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে, দেশে সুশাসনের চাকা সচল রাখতে হবে, গ্যাস বিদ্যুতের সঠিক ব্যবহার করতে হবে, অবকাঠামোগত উন্নয়ন করতে হবে।

এধরণের কাজগুলোর সমাধান করলে দেশের অর্থনৈতিক চাকা আরো সচল হবে। আর আমাদের দেশ থেকে যে সকল বিষয়গুলো দূর করা দরকার তার মধ্যে উল্লেখযোগ্য হলো, দেশ থেকে নৈরাজ্য, আইনের অবৈধ ব্যবহার, রাজনৈতিক অস্থিরতা প্রভৃতি। এধরণের বিষয়গুলো আমাদের জন্য বেশ সমস্যা সৃষ্টি করে। তাই এগুলো দূর করলে দেশের অর্থনীতির উন্নয়ন হতে পারে।
পরিচিতি : অর্থনীতিবিদ/ মতামত গ্রহণ : শাখাওয়াত উল্লাহ/ সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়