শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৮, ০৪:৫৬ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০১৮, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুকের তথ্য পাচারের চেয়ে প্রশ্নফাঁস ঠেকানো জরুরী

আব্দুল্লাহ নোমান রাকিব : বর্তমান বিশ্বে যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে ফেসবুক। বর্তমানে ফেসবুক মানুষের ব্যক্তিগত তথ্য পাচার করা হচ্ছে, যা একটি ভয়াবহ সমস্যা। এক সময় ফেসবুক ছিল শুধুমাত্র সময় কাটানোর মত মাধ্যম। কিন্তু বর্তমানে ফেসবুক ব্যবহার করাটা আমাদের ব্যক্তিগত জীবনের অংশে পরিণত হয়েছে। আমার তো মনে হয়, আজকের বিশ্বে ফেসবুক ছাড়া আমরা বহুলাংশে অচল।

তাই এখনকার সময় তথ্য পাচারের মতো ন্যাক্কারজনক এমন কোন ঘটনা ঘটলে আমাদের প্রত্যেকের প্রত্যাহিক জীবনের উপর বিরূপ প্রতিক্রিয়া পড়বে। কারণ, আমরা সেখানে আমাদের প্রতিদিনের আপডেট দিচ্ছি। যেমন বিয়ের খবর, আমার জন্মদিনের খবর, বাচ্চার খবর, আমার বাবা মার খবর, আমার বন্ধু বান্ধবীদের খবর, আমি কি করছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি ইত্যাদি বিভিন্ন ধরণের দৈনিক কাজ কর্মের খবরাখবর এবং প্রতি মিনিটে ছবিও আপলোড হচ্ছে। সবচাইতে স্পর্শকাতর যে ব্যাপারটি লক্ষণীয়, তা হলো অনেকে এখানে বিভিন্ন ধরণের ছবি দিয়ে থাকে। সেটি তার একান্ত ব্যক্তিগত হতে পারে।

হ্যাঁ, সে কিভাবে ছবিটি তুললো সেটা তার একান্তই নিজের ব্যাপার। কিন্তু তাই বলে কি, আমরা একজনের ব্যক্তিগত বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো এটি তো হতে পারে না। এখানে ব্যক্তিগত অনেক কথাবার্তা হয়, তা যার যার ব্যক্তিগত ব্যাপার। এধরণের দিকগুলোর দিকে তাকালে দেখা যাচ্ছে ব্যক্তিগত তথ্য প্রকাশ হওয়া, এটি আমাদের জন্য ভয়াবহ সমস্যা।

এবং আমাদের দেশে তথ্য পাচারের পাশাপাশি আরেকটি বড় সমস্যা হলো প্রশ্নফাঁস হচ্ছে। সেটিও এই ফেসবুকের মাধ্যমে। তাই আমাদের দেশে তথ্য পাচারের সাথে সাথে গুরুত্বপূর্ণ হলো এই প্রশ্নফাঁস ঠেকানো। নইলে আগামীতে আমাদের জাতির মেরুদন্ড ভেঙ্গে যাওয়ার উপক্রম হবে।
পরিচিতি : ছাত্র, ইংরেজী বিভাগ, ইস্টার্ন ইউনিভার্সিটি/ মতামত গ্রহণ : শাখাওয়াত উল্লাহ/ সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়