শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৮, ০৫:০৭ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০১৮, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব জুড়ে উদযাপিত হলো পাম সানডে

 

ডেস্ক রিপোর্ট: রোববার পালিত হলো পাম সানডে। রোববার ভোর হতেই জেরুজালেমের গীর্জায় ভিড় করে হাজার হাজার ক্যাথলিক। আগতদের সবার হাতেই ছিল তাল পাতা আর জলপাই গাছের ডাল-পালা। যা শত্রুদের বিপক্ষে বিজয়ের প্রতীক হিসেবে দেখা হয়।

খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে পবিত্র সপ্তাহ শুরু হয়েছে। বাইবেল অনুযায়ী ক্রুশবিদ্ধ হওয়ার আগে পাম সানডেতে জেরুজালেমে ফিরে এসেছিলেন যীশু। এ সময় পাম গাছের শাখা নিয়ে তাকে স্বাগত জানায় তারা।

কবুতর নয়, প্রাচীন আমলে গাধাই ছিলো শান্তির প্রতীক। আর সেই গাধার পিঠে চড়েই জেরুজালেম এসেছিলেন যীশু। জেরুজালেমবাসী তাল পাতার বাতাস আর জলপাই গাছের ডালপালা দিয়ে বরণ করে নেয় মুক্তির দূত যীশুকে। দিনটিকে স্মরণ করতেই তাই প্রতিবছর পালন করা হয় পাম সানডে।

পাম সানডে উপলক্ষে দেয়া ভাষণে তরুণ প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস।

পোপ ফ্রান্সিস জানান, তরুণ প্রজন্মকে বলছি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সাহস তোমাদের মধ্যেই আছে। বড়রা, নেতারা যদি দুর্নীতিগ্রস্ত হয়, নিশ্চুপ থাকে তখন তোমাদের দায়িত্ব জোরালো অবস্থান নেয়ার। তরুণদেরই সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে।

পাম সানডে উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে আনন্দ শোভাযাত্রা হয়েছে। ফ্রান্সে সন্ত্রাসী হামলায় নিহত ৪ জনের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে এবছর পাম সানডে পালন করেছে ফ্রান্সের মানুষ।

পাম সানডে উদযাপন করেছেন ইরাকের মানুষ। আইএসের পতনের পর প্রথমবারের মতো আনন্দ মেতে উঠেন তারা।

প্রতিবছর ইস্টার সানডের ঠিক আগের রোববারই পালিত হয় এ উৎসব। আর রোববারের পর পুরো সাত দিনই ক্যাথলিকদের কাছে পবিত্র সপ্তাহ। সূত্র: ইন্ডিপেনডেন্ট টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়