শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৮, ০৪:১৬ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০১৮, ০৪:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজারে সমন্বিত সবজি চাষে লাভবান চাষীরা

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে কুশিয়ারা নদীর চরে সমন্বিত সবজি চাষ করে লাভবান হচ্ছেন চাষীরা। চরগুলোতে কম খরচে লাভ বেশি হওয়ায় বাড়ছে সবজি চাষীর সংখ্যা। চাষীদের পরিবারে আসছে আর্থিক স্বচ্ছলতা। আর তা সম্ভব হয়েছে স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতায় ।

২০০১ সালে স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে মৌলভীবাজার সদর উপজেলার নাদামপুর এলাকায় কুশিয়ারা নদীর চরে ৩০ শতক জায়গায় সবজি চাষ শুরু করেন সোহেল আহমেদ।

ফলন ভালো হওয়ায় পরের বছর সবজি চাষের আওতা বাড়াতে থাকেন। এখন ১৮ হেক্টর জমিতে সবজি চাষ করছেন তিনি। শুধু সবজি বিক্রি করে বছরে কয়েক লাখ টাকা আয় করছেন; জানান সোহেল।

তাকে দেখে এলাকার আশপাশের কয়েকটি গ্রামের শতাধিক চাষী সমন্বিত সবজি চাষ করে লাভবান হচ্ছেন। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, লাউ, খিরা, ধনিয়া পাতাসহ অন্তত ১৫ ধরনের সমন্বিত সবজি চাষ করছেন তারা। স্থানীয় বাজারে এসব সবজির চাহিদা থাকায় সহজেই বিক্রি করতে পারছেন তারা।

মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহজাহান জানান, চর অঞ্চলে উর্বর পলি মাটি থাকায় কম খরচে ভালো ফলন হয়। আর জেলায় পর্যায়ক্রমে সবজি চাষ বাড়াতে স্থানীয় বেকার যুবকসহ কৃষকদের সবজি চাষে উৎসাহী করতে বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ।

গতবছর জেলায় ১৪ হাজার ৪'শ ১৫ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। আর এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭'শত ৬০ হেক্টর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়