শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৮, ০৪:২৪ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০১৮, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি পাঠ্য বইয়ে আরো সংস্কার চায় যুক্তরাষ্ট্র

রাশিদ রিয়াজ : ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম এক বিবৃতিতে বলছে, সৌদি আরবের পাঠ্য বইগুলো থেকে অন্য ধর্মের প্রতি অসহিষ্ণু ও উত্তেজক বক্তব্য কিছুটা অপসারণ হলেও এধরনের বিষয় এখনো পাঠ্যক্রমে রয়ে গেছে। জিহাদ বা পবিত্র ধর্মযুদ্ধ হিসেবে সৌদি পাঠ্যবইয়ে অন্যধর্মের মানুষের প্রতি অসহিষ্ণু আচরণ দেখানোর মত বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। অমুসলিমদের বিরুদ্ধে লড়াই, যারা আল্লাহ বা নবী মোহাম্মদকে ঠাট্টা করে তাদের ও ধর্মদ্রোহীদের মত্যুদ- এবং অমুসলিমদের নিন্দা করে তাদের সাথে মেলামেশা করার ব্যাপারে মুসলমানদের সতর্ক করে দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র চায় এধরনের বিষয় সৌদি পাঠ্য বই থেকে পুরোপুরি অপসারণ করা হোক। ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম’এর চেয়ারম্যান ড্যানিয়েল মার্ক কংগ্রেস ও ট্রাম্প প্রশাসনকে সৌদি সরকারের ওপর এব্যাপারে চাপ সৃষ্টির আহবান জানিয়েছেন। মিডিল ইস্ট মনিটর
তবে যুক্তরাষ্ট্রের এধরনের মনোভাবের কোনো জবাব এখনো দেয়নি সৌদি আরব। সৌদি তথ্য মন্ত্রণালয় এ ব্যাপারে এখনি কোনো মন্তব্য করতে অস্বীকার করে। যুক্তরাষ্ট্রের ওই কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম ও হিউম্যান রাইটস ওয়াচ সৌদি আরবের পাঠ্যবইগুলো পর্যালোচনা করে বলছে এগুলো এখনো সৌদি শিক্ষার্থীদের মধ্যে অন্য ধর্মের মানুষের প্রতি অসহিষ্ণু আচরণ সৃষ্টি করছে। গত ১৫ বছর ধরে সৌদি পাঠ্যক্রমে এধরনের বিষয় রয়ে গেছে যা অন্তর্ভুক্ত হয় বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল-আজিজের শাসনামলে।

সৌদি আরবে সাম্প্রতিক সংস্কারে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম থেকে এধরনের অসহিষ্ণু বিষয়বস্তু পুরোপুরি অপসারণের আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে সৌদি শিক্ষামন্ত্রী ঘোষণা দেন ব্রাদার হুড সম্পর্কে কোনো সহানুভূতি সৃষ্টি করে এমন কোনো বিষয় পাঠ্যক্রমে থাকলে তা অপসারণ করা হবে। এমনকি সৌদি শিক্ষা বিভাগে ব্রাদারহুডের প্রতি সমর্থন রয়েছে এমন ব্যক্তিদেরও অপসারণের আশ্বাস দেন শিক্ষামন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়