শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৮, ০৯:৪৪ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০১৮, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারাল নিউ জিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : প্রথম ইনিংসে মাত্র ৫৮ রানে গুটিয়ে যাওয়া ইংল্যান্ড দারুণ লড়াই করল দ্বিতীয় ইনিংসে। কিন্তু ট্রেন্ট বোল্ট, নিল ওয়েগনার ও টড অ্যাস্টলের দাপুটে বোলিংয়ে প্রথম টেস্ট ইনিংস ব্যবধানে জিতেছে নিউ জিল্যান্ড।

অকল্যান্ডে ইনিংস ও ৪৯ রানে জিতে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেল কেন উইলিয়ামসনের দল।

ইডেন পার্কে সোমবার ৩ উইকেটে ১৩২ রান নিয়ে পঞ্চম ও শেষ দিন শুরু করে ইংল্যান্ড। ইনিংস ব্যবধানে পরাজয় এড়াতে তাদের প্রয়োজন ছিল আরও ২৩৭ রান।

আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান ডাভিড মালানকে শুরুতেই ফিরিয়ে দেন টিম সাউদি। জনি বেয়ারস্টোর সঙ্গে জমে উঠছিল বেন স্টোকসের জুটি। দুই জনে ধীরে ধীরে এগিয়ে নিচ্ছিলেন দলকে। সম্ভাবনাময় জুটি শেষ হয় বেয়ারস্টোর বাজে শটে।

লেগ স্পিনার অ্যাস্টলকে পুল করে উড়াতে গিয়ে শর্ট মিডউইকেটে উইলিয়ামসনের হাতে ধরা পড়েন বেয়ারস্টো। দ্রুত রান তোলা মইন আলিকে রিভিউ নিয়ে ফেরায় নিউ জিল্যান্ড। বোল্টের বলে এলবিডব্লিউ হয়ে যান মইন।
এরপরই নিজেদের সেরা জুটি পেয়ে যায় ইংল্যান্ড। স্টোকসের সঙ্গে ক্রিস ওকসের ৮৩ রানের জুটিতে জেগে উঠে অতিথিদের ম্যাচ বাঁচানোর আশা। তবে বোল্টের লম্বা স্পেলের পর বোলিংয়ে ফিরে সেই আশা গুঁড়িয়ে দেন ওয়েগনার। এই পেসার পান অ্যাস্টলের যোগ্য সঙ্গ।

লম্বা সময় ধরে টিকে থাকা স্টোকসকে ফিরিয়ে প্রতিরোধ ভাঙেন ওয়েগনার। ১৮৮ বলে ৬ চারে ৬৬ রান করে ফিরেন স্টোকস। তার বিদায়ের পর বেশিদূর এগোয়নি ইংল্যান্ডের ইনিংস।

জয়ের জন্য শেষ সেশনে স্বাগতিকদের প্রয়োজন ছিল ইংলিশদের শেষ তিনটি উইকেট। অ্যাস্টল ও ওয়েগনার মিলে দ্রুত তুলে নেন সেই ৩ উইকেট।
৮ চারে ৫২ রান ওকসকে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট নেন ওয়েগনার। অ্যাস্টলের শিকার ক্রেইগ ওভারটন ও জেমস অ্যান্ডারসন। ৩২০ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস।

প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া বাঁহাতি পেসার বোল্ট এবার ৬৭ রানে নেন ৩ উইকেট। সব মিলিয়ে ৯৯ রানে ৯ উইকেট নিয়ে জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

আগামী শুক্রবার ক্রাইস্টচার্চে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: ৫৮

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৪২৭/৮ (ডিক্লে.)

ইংল্যান্ড ২য় ইনিংস: ১২৬.১ ওভারে ৩২০ (কুক ২, স্টোনম্যান ৫৫, রুট ৫১, মালান ২৩, স্টোকস ৬৬, বেয়ারস্টো ২৬, মইন ২৮, ওকস ৫২, ওভারটন ৩, ব্রড ১*, অ্যান্ডারসন ১; বোল্ট ৩/৬৭, সাউদি ১/৮৬, ডি গ্র্যান্ডহোম ০/৪০, ওয়েগনার ৩/৭৭, অ্যাস্টল ৩/৩৯, উইলিয়ামসন ০/১)।

ফল: নিউ জিল্যান্ড ইনিংস ও ৪৯ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: ট্রেন্ট বোল্ট

সূত্র : বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়