শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৮, ০৯:৩৭ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০১৮, ০৯:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসায় চুরির হিড়িক

ডেস্ক রিপোর্ট : বাসার জানালার গ্রিল কেটে এবং দরজার তালা ভেঙে চুরির হিড়িক পড়েছে। প্রতিদিনই রাজধানীর কোনো না কোনো বাসায় ঢুকে স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটে নিচ্ছে চোর চক্র। চুরিতে বাধা পেলে কুপিয়ে জখম করা হচ্ছে। তারা খুন করতেও দ্বিধা করে না। চলতি মাসেই দারুস সালাম এলাকায় চোরের হাতে খুন হয়েছে এক নিরাপত্তা কর্মী। মিরপুরে গ্রিল কেটে পুলিশের বাসার ঢুকে দুইটি পিস্তল লুটে নিয়েছে চোররা। বাড্ডায় ব্যবসা প্রতিষ্ঠানের ভল্ট ভেঙে ৭২ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ীতে নিউজপোর্টাল ঢাকা টাইমসের সাংবাদিক মহিউদ্দিন মাহির বাসার দরজার তালা ভেঙে টাকা, টেলিভিশন ও ল্যাপটপসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। একই সময় ডেমরায় বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আল-রাজী মাহমুদ অনিকের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুইটি ঘটনায়ই পুলিশ মামলা না নিয়ে জিডি নিয়েছে। অন্তত একডজন দুর্ধর্ষ চোর গ্রুপ সক্রিয় রয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগীরা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির অভাব এবং টহল পুলিশের তৎপরতা কমে যাওয়ায় গ্রিল কাটা চোরদের তৎপরতা বেড়ে গেছে। চুরির ঘটনায় বেশির ভাগই থানায় অভিযোগ করতে যায় না। অভিযোগ নিয়ে কেউ থানায় গেলে মামলা না নিয়ে শুধু সাধারণ ডায়েরি (জিডি) করেই দায়িত্ব শেষ করে পুলিশ। চুরির মালামাল উদ্ধার করে ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেওয়ার নজির নেই বললেই চলে। তাই চুরির পর অনেকেই অভিযোগই করতে চায় না।

ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান বলেন, প্রতিটি থানায় নিয়মিত টহল পুলিশ দায়িত্ব পালন করে। গ্রিল কাটা চোরদের প্রতিনিয়তই গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু গ্রেপ্তারের কয়েক দিন পরই আবার ছাড়া পেয়ে আবার চুরির কাজে জড়িয়ে পড়ছে তারা। একই চোরকে একাধিকবার গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে। টহল পুলিশের পাশাপশি কমিউনিটিং পুলিশের কার্যক্রম আরও জোরদার করা গেলে চুরির ঘটনা কমে আসবে। এছাড়া প্রতিটি বাসায় সিসিটিভি লাগানোর পরামর্শ দেন তিনি।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, চুরিসহ যে কেনো ঘটনায় মামলা হলে, সেই মামলাগুলোর অগ্রগতির ব্যাপারে সংশ্লিষ্ট থানার ওসিকে ডিএমপির মাসিক ক্রাইম কনফারেন্সে জবাবদিহি করতে হয়। তাই পুলিশ চুরির মামলা নিতে চায় না। জিডি নিয়েই তাদের দায়িত্ব শেষ করে। এছাড়া চুরির ঘটনায় আসামি গ্রেপ্তার হলেও চুরির মালামাল উদ্ধারে নজির কম। তাই চুরি হলে ভুক্তভোগীরা মামলাও করতে চায় না। আর এ সুযোগই নিচ্ছে পেশাদার চোরের দল।

যাত্রাবাড়ীতে চুরির শিকার মহীউদ্দিন মাহী আলোকিত বাংলাদেশকে বলেন, তার বাসায় যাত্রাবাড়ীর দনিয়ার ৭১৩, ক্ষণিকালয়। শনিবার বিকালে বাসায় তালা দিয়ে নিউমার্কেটে যান তিনি। ২ ঘণ্টা পর এসে দেখেন বাসার দরজার তালা ভাঙা। টিভি, ল্যাপটপসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে চোররা। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় অভিযোগ দিতে গেলে তারা জিডি নেন। মালামাল উদ্ধার হয়নি।

একই ভবনের বাসিন্দা মোসাদ্দেক বশির জানান, একই ভবন থেকে দুই মাস আগে বাসার ঢুকে ৬ থেকে ৭ লাখ টাকা মালামাল নিয়ে গেছে চোর চক্র। ওই মালামাল উদ্ধার হয়নি। তাদের পাশের বাসা থেকে এক মাস আগে বাসায় ঢুকে টিভি, ল্যাপটপ, মোটরসাইকেলসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে। যাত্রাবাড়ীতে ঘরের তালা ভেঙে এবং গ্রিল কেটে চুরি এখন প্রতিদিনের ঘটনা।

ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রাজধানীতে এক ডজন দুর্ধর্ষ গ্রিল কাটা চোরচক্র রয়েছে। তাদের একটি বড় দলের লিডার হাসান গেল ১১ জানুয়ারি মিরপুরে পুলিশের বাসায় ঢুকে পুলিশের দুইটি অস্ত্র লুট করে। ওই অস্ত্র উদ্ধার করতে গিয়ে ডিবি পুলিশের পরিদর্শক জালাল উদ্দীন নিহত হন। পরে পুলিশের অভিযানে বন্দুকযুদ্ধে হাসানও নিহত হয়। এ দলের বর্তমান নেতৃত্ব দিচ্ছে নিহত হাসানের বন্ধু মানিক। মানিকের বর্তমান দলের সদস্যসহ গ্রিল কাটা চোর চক্রের অন্তত এক ডজন দলের সদস্যদের ধরতে চেষ্টা করছে পুলিশ। এছাড়া এলাকাভিত্তিক কিছু চোর চক্র তৎপর রয়েছে। তাদের ধরতে কাজ করছে পুলিশ।

আরও কয়েকটি ঘটনা : ১১ জানুয়ারি মিরপুরের মধ্য পীরেরবাগে ঝিলপাড়ের ২৯৯/৯/১/এ নম্বর বাড়ির চতুর্থ তলার গ্রিল কেটে সার্জেন্ট মামুনুর রশীদ ও সোহেল রানার দুইটি অস্ত্র লুট করে চোরচক্র। ১৯ মার্চ খিলগাঁও চৌধুরীপাড়ার ৪২৫/বি, ভবনের চতুর্থ তলায় ইউনিলিভারের এক পরিবেশকের ভল্ট ভেঙে ৭২ লাখ টাকা লুট করা হয়। ১৬ মার্চ মুগদায় একটি ভবনে ঢুকে চুরির সময় বাধা দেওয়ায় মিজান ও আবদুল গণি নামে দুইজনকে কুপিয়ে মোটরসাইকেল চুরি করে। ১ মার্চ হাজারীবাগ ঝাউচর এলাকায় একটি নির্মাণাধীণ ভবনে চুরি করার সময় ধরে ফেলায় ছুরিকাঘাতে মুরাদ খান নামে এক নিরাপত্তা কর্মী আহত হন। ৯ মার্চ দারুস সালাম এলাকায় বাসার নিরাপত্তা কর্মী ওমর ফারুককে কুপিয়ে হত্যার পর মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়। চলতি মাসে তেজগাঁওয়ের ৪৬ পশ্চিম তেজতুরি বাজারে বাসায় ঢুকে পানি তোলার মোটর চুরি করে নিয়ে যায় চোর চক্র।

সূত্র : আলোকিত বাংলাদেশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়