শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৮, ০২:৫৩ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০১৮, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বল টেম্পারিং ক্রিকেটের চেতনাবিরোধী: তাসকিন

ডেস্ক রিপোর্ট : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে অস্ট্রেলিয়ার বল টেম্পারিং এখন ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয়। দলের অধিনায়ক স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট শাস্তিও পেয়েছেন বল বিকৃতির চেষ্টা করায়। কিন্তু থেমে থাকছে না সমালোচনা। এমন কাণ্ডের সমালোচনা করেছে বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্টরাও।

বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ বলেছেন, ‘এটা ক্রিকেটের চেতনাবিরোধী। বিশেষ করে অস্ট্রেলিয়ার মতো দলের কাছে এটা আশা করা যায় না। সব ক্রিকেটারের উচিত এসব থেকে বিরত থাকা।’ বাংলাদেশ যেন এমন বিতর্কিত ঘটনার অংশীদার না হয়, সেটা নিয়ে তরুণদের সতর্ক করলেন তিনি, ‘সত্যি বলতে বল যখন একদিকে খসখসে হয়, তখন সেটা রিভার্স হয়। আন্তর্জাতিক ম্যাচে অনেক ক্যামেরার মধ্যে এটা করা কঠিন। ঘরোয়া ক্রিকেটেও এটা করা উচিত নয়। যেহেতু আন্তর্জাতিক ম্যাচ, তাই ধরা পড়তে হয়। এটা ক্রিকেটের চেতনার বাইরে। বিশেষ করে তরুণ খেলোয়াড়রা যেন এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে।’

বাংলাদেশের সাবেক অধিনায়ক ও পেসার খালেদ মাহমুদ সুজন অস্ট্রেলিয়ার মতো দলের কাছ থেকে এই আচরণ দেখে হতাশ। বাংলাদেশের ক্রিকেটে এমন কিছু ঘটবে না বিশ্বাস তার, ‘আমরা সবসময় নির্মল ও সুন্দর ক্রিকেট খেলেছি। টেম্পারিং করার মতো বিশেষজ্ঞ নাই বলতে গেলে। অস্ট্রেলিয়া যেটা করলো, দুঃখজনক। এত বড় দল, তাদের কেন এসব করতে হবে? আমাদের মতো ছোট দল করলে কী হতো জানি না। আসলে বাংলাদেশের কাউকে আমি এমনটা করতে দেখিনি।’

বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে বল বিকৃতির বিতর্কে জড়িয়ে কখনও পড়েনি। ঘরোয়া ক্রিকেটেও কখনও দেখা যায়নি। সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের চোখেও তেমন কিছু চোখে পড়েনি, ‘একদমই না (ঘরোয়া ক্রিকেটে বল টেম্পারিং)। আর আন্তর্জাতিক ম্যাচে তো হয়ইনি। প্রথম শ্রেণির ক্রিকেটে এসব বেশি হয়ে থাকে। কিন্তু আমাদের ছেলেদের কাছে এমন কিছু হতে দেখিনি। আমরা এসবে অভ্যস্ত নই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়