শিরোনাম
◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৮, ০২:৫৩ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০১৮, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারাদেশে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

মুরাদ হাসান : মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে যথাযোগ্য মর্যাদায় সারাদেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

জালাল উদ্দিন, নাটোর : বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে নাটোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সোমবার ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে নাটোরের সিংড়ায় দিবসটির সূচনা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রূপায়ন তালুকদার, খাগড়াছড়ি : খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার ভোরে চেঙ্গী স্কোয়ার সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে প্রথমে মুক্তিযোদ্ধারে পক্ষ থেকে ও পরে শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আনুষ্ঠানিকভাবে পুস্পস্তবক অর্পণ করেন।

ইউসুফ মিয়া, রাজবাড়ী : যথাযোগ্য মর্যাদায় রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সকালে ৩১ বার তোপধ্বনিরর মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। জেলা প্রশাসক শওকত আলী, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা, সিভিল সার্জন ডা. রহিম বকস্ কর্মসূচিতে অংশ নেন।

তারিকুল ইসলাম শিবলী, কুমিল্লা : কুমিল্লা যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুমিল্লা কান্দিরপাড় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় ৩১ বার তোপধ্বনি দেয়া হয়। শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার মো, শাহ আবিদ হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের প্রমুখ।

অলক কুমার দাস, টাঙ্গাইল : যথাযোগ্য মর্যাদার সঙ্গে টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সোমবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের শুরু হয়। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন।
রফিকুল ইসলাম, গাইবান্ধা : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সোমবার গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি।

শাহ আলী, বরগুনা : বরগুনায় যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে মাহন স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে মুক্তিযোদ্ধা গণকবরে প্রশাসন, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বরগুনা স্টেডিয়ামে কুচকাওয়াজ অন্ষ্ঠুানে প্রধান অতিথি ছিলেন, বরগুনা - ১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশাসক মো. মোখলেছুর রহমান, পুলিশ সুপার বিজয় বসাক (বিপিএম,পিপিএম) প্রমুখ।

আশরাফ চৌধুরী রাজু, সিলেট: যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মাধ্যমে সিলেটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনার বাস্তবায়ন কমিটি, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর কমিটি, সিলেট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, এসএমপি পুলিশ কমিশনার, ডিআইজি সিলেট রেঞ্জ, জেলা পরিষদ প্রশাসকসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ।
তৌহিদুর রহমান নিটল ,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সোমবার ভোরে স্থানীয় স্মৃতিসৌধে তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির সূচনা হয়। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ড, পৌরসভা ও জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

শাফায়েতুল ইসলাম, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার সকাল ৭টায় শহরের কেন্দ্রীয় স্মৃতিসৌধে প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে একাত্তরের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। এসময় কিশোরগঞ্জ জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, কিশোরগঞ্জ প্রেসক্লাবসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়।
জুলফিকার আলী শাহীন, পূর্বধলা (নেত্রকোনা): নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সোমবার বিপুল উৎসাহ উদ্দীপনা আর নানা কর্মসূচির মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিস্তম্ভে পুষ্প স্তবক অর্পণ করে দিনের কর্মসূচির সূচনা করা হয়। এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার নমিতা দে, সহকারী কমিশনার (ভূমি) ফৌজিয়া মুশফিক প্রমুখ।

সৌরভ কুমার ঘোষ,কুড়িগ্রাম :কুড়িগ্রামে নানা আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন- জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন, পুলিশ সুপার মো. মেহেদুল করিম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগ সাধারন সম্পাদক সাবেক এমপি মো. জাফর আলী । কুড়িগ্রাম স্বাধীনতার বিজয় স্তম্ভে শ্রদ্ ধা জানায় সর্বস্তরের মানুষ।

হীরা, বরিশাল : স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলার গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে তিনশ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ওসি (তদন্ত) আফজাল হোসেন, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, অ্যাডভোকেট সাহিদা আক্তার, মুক্তিযোদ্ধা মেজবাউদ্দিন আকন, আনোয়ার হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়