শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৮, ০১:৩০ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০১৮, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বজনপ্রীতি ও ভূমি কেলেঙ্কারির দায়ে জাপানের প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি

লিহান লিমা: স্বজনপ্রীতি ও ভূমি কেলেঙ্কারির দায়ে পদত্যাগের দাবির মুখে পড়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। রোববার জনসম্মুখে দ্বিতীয়বার ক্ষমা প্রার্থনার পরও বিক্ষোভকারীরা অ্যাবের পদত্যাগের দাবি জানায়।
তারা ক্ষমতাসীন দলের বার্ষিক কনভেনশনের সামনে আন্দোলন করেন। যদিও সম্মেলনের বাহিরে পুলিশ কঠোর নিরাপত্তা জারি করেছিল। আন্দোলনের মুখেও বার্ষিক ভাষণে অ্যাবে জাপানের সংবিধান সংশোধনের কথা বলেন।

২০১২ সালের ডিসেম্বর থেকেই অ্যাবে রাজনৈতিক সংকটে আছেন। সোমবার স্ত্রীর বিরুদ্ধে সরকারি জমি কম মূল্যে এক স্কুলকে বিক্রিতে সহায়তা করার অভিযোগ নিয়ে পার্লামেন্টে প্রশ্নের সম্মুখীন হন অ্যাবে । সম্মেলনে অ্যাবে প্রশাসনের অস্থিতিশীলতার জন্য ক্ষমা চাইলেও পদত্যাগের বিষয়ে কোন মন্তব্য করেন নি। সেই সঙ্গে তিনি সরকারি জমি বিক্রির বিষয়ে তার স্ত্রী ও নিজের যে কোন প্রকার সংযোগের কথা অস্বীকার করেন। দেশটির অর্থমন্ত্রী তারো এসোও এই কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রী ও ফার্স্ট লেডি সংযোগের কথা অস্বীকার করেন।

তবে এক সমীক্ষায় দেখা গিয়েছে, জাপানের সংখ্যাগরিষ্ঠই এই অভিযোগ বিশ্বাস করেছেন। তার সমর্থন রেটিং ১১.৭ ভাগ হ্রাস পেয়ে ৩২.৬ ভাগে নেমে এসেছে। অন্যদিকে ৫৪.৯ ভাগ নাগরিক তাকে প্রধানমন্ত্রীর পদে অযোগ্য মনে করেন। ৬৩ ভাগ মনে করেন অ্যাবের স্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টের অভিযোগ তদন্ত করা উচিত এবং এর অর্ধেক মনে করেন তার পুরো ক্যাবিনেটের পদত্যাগ করা উচিত। ব্লুমবার্গ

  • সর্বশেষ
  • জনপ্রিয়