শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৮, ০১:২৮ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০১৮, ০১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪র্থ দিনের মত অনশনে আন্না হাজারে

লিহান লিমা: প্রশাসনের দুর্নীতি দমনে কেন্দ্রে লোকপাল ও রাজ্যে রাজ্যে লোকায়ুক্ত গঠনের দাবিতে আমরণ অনশন অব্যহত রেখেছেন ভারতের গান্ধীবাদী নেতা আন্না হাজারে। তার সঙ্গে একাত্মতা ঘোষণা করেন অধিকার কর্মী সহ সাধারণ নাগরিকরা।

আহমেদনগর জেলার শোলেগন গ্রামের অধিবাসীদের এক গ্রুপ জানায়, ‘আন্নার দাবি সরকারকে অবশ্যই পূরণ করতে হবে। তা না হলে তারা পানির ট্যাংকের উপর থেকে ঝাঁপ দেয়ার আত্মঘাতি সিদ্ধান্ত নিবেন।’ এদিকে আন্নার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, অনশনে ইতোমধ্যেই আন্নার চার কেজি ওজন কমেছে, তবে তার রক্তচাপ স্বাভাবিক আছে।

প্রসঙ্গত, ২০১১ সালে তার আন্দোলনের মুখে বাধ্য হয়ে প্রশাসন ‘লোকপাল ও লোকায়ুক্ত নিয়োগ বিল ২০১৩’ পাশ করে। কিন্তু আইন পাশ হলেও এখন পর্যন্ত ‘লোকপাল’ নিয়োগ দেয়া হয় নি। সাত বছর পর এবার আবারো দাবি পূরণে দিল্লীর রামিলা ময়দানে আন্না আন্দোলন শুরু করেন। এই সময় আন্না কৃষকদের সমস্যার সমাধানের জন্য সরকারের কাছে তাদের সব সুপারিশ কার্যকরের দাবি জানান। সোমবার মহারাষ্ট্রের মন্ত্রী গিরিশ মহাজন সোমবার আন্নার সঙ্গে দেখা করে তার আন্দোলনের বিষয়ে তার সঙ্গে আলোচনা করেন।

উল্লেখ্য, ২০১১ সালের আন্দোলনের সময়ই আন্নাকে দলে নিতে চেষ্টা করেছিল কংগ্রেস ও বিজেপি। কিন্তু এই সমাজকর্মী আগেই বলে দিয়েছিলেন, দলে যোগ দেয়া তো দূর, কোন রাজনৈতিক কর্মীকে তার আন্দোলনে অংশগ্রহণ করতে দিবেন না তিনি। এমনকি তার আন্দোলনের ফলে জন্ম নেয়া ‘আম আদমি পার্টি’র সঙ্গেও আন্না দূরত্ব বজায় রেখে আসছেন। ইকনমিকস টাইমস, প্রেস জার্নাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়