শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২৬ মার্চ, ২০১৮, ১০:৪৭ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০১৮, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তিযোদ্ধাদের প্রতি সাকিব-মুশফিক-রিয়াদের শ্রদ্ধা

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা প্রায়ই বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় বীর হচ্ছেন মুক্তিযোদ্ধারা।

৪৬তম স্বাধীনতা দিবসে সেই বীরদের প্রতি ফেসবুক পোস্টে সম্মান জানিয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। এছাড়া মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিযাদও দেশ নিয়ে তাদের আবেগ প্রকাশ করেছেন।
৪৭ বছর আগে ২৫ মার্চ অপারেশন সার্চ লাইটের নামে বাংলাদেশের মানুষের ওপর নেমে এসেছিল পাকিস্তানি মিলিটারি বাহিনীর কালো থাবা। সেই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা ইপিআর এর মত গুরুত্বপূর্ণ জায়গাসহ পুরো ঢাকা শহর এবং দেশের নানা জায়গায় প্রাণ হারাণ অসংখ্য মানুষ। সেদিন দিবাগত রাতে অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে জাতির জনক শেখ মুজিবুর রহমানকেও বন্দী করা হয়। এর আগেই তিনি ওয়্যারলেসে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। সেই প্রথম স্বাধীনতা দিবসের প্রায় ৯ মাস পর বিজয় অর্জন করে দেশ। চলতি বছর পালিত হচ্ছে বাংলাদেশের ৪৪তম স্বাধীনতা দিবস।

এদিন সব শ্রেণি-পেশার মানুষই নিজ নিজ জায়গা থেকে দেশ ও জাতীয় বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়েছেন। টাইগার ক্রিকেটাররাও সম্মান জানিয়েছেন দেশের এই শ্রেষ্ঠ সন্তানদের। সাকিব মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর পাশাপাশি তারা যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছেন তা বাস্তবায়নে কাজ করার আহ্বান জানিয়েছেন সবাইকে, 'সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই, যারা আমাদের স্বাধীনতা যুদ্ধের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। নিপীড়ণের হাত থেকে আমাদের মুক্ত করতে তাঁরা নিজের জীবন দান করেছেন। আমারা তাঁদের প্রতি আজীবন ঋণী। আমরা যেন তাদের আত্মত্যাগ ভুলে না যাই, মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণে যেন কাজ করে যাই সবসময়।'

মুশফিক বাংলাদেশে জন্ম নিতে পেরে তার গর্বের কথা জানিয়েছেন সবাইকে, 'আমি গর্বিত। আমি স্বাধীন। আমি বাংলাদেশী। আমি বলতে পারি সংস্কৃতি ও বৈচিত্র্যে এতটা সমৃদ্ধশালী এবং অন্যদের প্রতি এতটা অতিথিপরায়ণ একটা দেশ থেকে এসেছি, এর চেয়ে গর্বের আর কিছু হতে পারে না। শুভ স্বাধীনতা দিবস মাতৃভূমি।'

মাহমুদউল্লাহ বাংলাদেশী হিসেবে গর্ব অনুভব করেন বলেই বলেছেন, 'শুভ স্বাধীনতা দিবস। বাংলাদেশী হতে পেরে গর্বিত।'
সূত্র : ফেসবুক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়