শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৬ মার্চ, ২০১৮, ০৭:৫২ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০১৮, ০৭:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিভি সাক্ষাৎকারে ট্রাম্পের সাথে ঘনিষ্ঠতার কথা জানালেন স্টর্মি ড্যানিয়েলস

আনন্দ মোস্তফা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে পুরোনো সম্পর্কের বিষয়ে চুপ থাকতে হুমকি দেওয়া হয়েছিল পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসকে। ট্রাম্পের সাথে সম্পর্কের কথা বলে নতুন করে আলোচনায় আসার পর প্রথমবারের মতো জনপ্রিয় টিভি প্রোগ্রাম ‘৬০ মিনিট’ সাক্ষাৎকার দেন এই পর্নোতারকা। সাক্ষাৎকারে অনেক খোলামেলা কথা বলেন তিনি, উঠে আসে তার সাথে মার্কিন প্রেসিডেন্টের অন্তরঙ্গ সম্পর্কের বিষয়টিও।

ড্যানিয়েলস জানান, ২০১১ সালে ট্রাম্পের সাথে সম্পর্কের ঘটনাটি একটি ম্যাগাজিনের কাছে বিক্রির উদ্যোগ নিলে লাসভেগাসে অপরিচিত এক ব্যক্তি ড্যানিয়েলসকে হুমকি দেয়। হুমকিদাতা তাকে বলে, ‘ট্রাম্পের কথা ভুলে যাও। তোমার মেয়েটা খুবই সুন্দর। তোমার খারাপ কিছু হয়ে গেলে বাচ্চা মেয়েটার জন্য তা হবে দুঃখজনক।’ মূলত, এই হুমকির পরেই ভয়ে চুপ করে ছিলেন ড্যালিয়েলস।

সাক্ষাৎকারে ড্যানিয়েলস ট্রাম্পের সাথে তার শারীরিক সম্পর্ক হয়েছিল বলেও দাবি করেন। তবে, এ বিষয়ক কোনো প্রমাণ আছে কিনা জানতে চাওয়া হলে ড্যানিয়েলস তা জানাতে অস্বীকার করেন। ২০০৬ সালে নেভাদায় একটি সেলিব্রিটি গল্ফ টুর্নামেন্টে তাদের দেখা হয়। তারা অনেক রাত পর্যন্ত গল্প করে এবং সে রাতটি তারা একত্রে কাটায়।

ড্যানিয়েলস আরো জানান, ঘনিষ্ট অবস্থায় ট্রাম্প তাকে মেয়ে ইভানকা ট্রাম্পের সাথে তুলনা করে বলেন, ‘ওহ! তুমি আসলেই অসাধারণ। আর তোমাকে দেখলেই ইভানকার কথা মনে পড়ে যায়।’ সেসময় ট্রাম্প তাকে ‘সেলেব্রিটি এপ্রেন্টিস’ নামক একটি রিয়েলিটি শো’তেও সুযোগ দিতে চান।

এদিকে চুক্তি ভঙ্গ করে সাক্ষাৎকার দেওয়ায় ড্যালিয়ালসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন। যদিও, ডানিয়েলসের বিস্ফোরক এই সাক্ষাৎকারের বিষয়ে এখনো সরাসরি কোনো প্রতিক্রিয়া দেখাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়