শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৬ মার্চ, ২০১৮, ০৭:৩৫ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০১৮, ০৭:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইয়েমেন থেকে ইহুদিদের সরিয়ে নিতে ইসরায়েলি সেনার অভিযান!

রাশিদ রিয়াজ : ইসরায়েল ন্যাশনাল নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের সহায়তায় ইসরায়েলি হেলিকপ্টারগুলো ইয়েমেন থেকে গত মাসে অন্তত ৪’শ ইয়েমেনি ইহুদিকে সরিয়ে আনে। সৌদি আরবের আল-খালিজ ও আল-জাদিদ এ খবরের সত্যতা স্বীকার করে প্রতিবেদন করেছে। ইয়েমেনের সরকার ও হুথিদের মধ্যে ক্রসফায়ারে এসব ইহুদি আটকা পড়েছিল।

প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছে ইসরায়েলি কমান্ডোরা ইয়েমেনে ইহুদিদের সরিয়ে আনতে ওই অভিযানে অংশ নেয়। সৌদি আরব ছাড়াও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে ইসরায়েলি কপ্টারগুলো উড়ে যেয়ে ইয়েমেনের এ অভিযানে অংশ নেয়। অভিযানে ইহুদিদের ইয়েমেন থেকে সরিয়ে ইসরায়েলে নেওয়া হয়েছে।

ইসরায়েলি এক সামরিক কর্মকর্তা ইসরায়েল ন্যাশনাল নিউজকে বলেন, এ অভিযান সম্পর্কে প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত বলতে পারবে তবে এধরনের ইহুদি অভিবাসীদের শোষণ থেকে রক্ষা ও তাদের পুনর্বাসন করে ইসরায়েলে ফিরিয়ে এনে হিব্রু ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেহাদরেই হারেদিম ওয়েবসাইটকে বলা হয়েছে এধরনের প্রতিবেদন সম্পর্কে তাদের জানা নেই। ১৯৫০ সালে ইয়েমেন থেকে অন্তত সাড়ে ৮ লাখ ইহুদি ইসরায়েলে চলে আসে। ২০১৬ সালে ইসরায়েল সফলভাবে ইয়েমেন থেকে গোপন অভিযানের মাধ্যমে মার্কিন সহযোগিতায় ইহুদি অভিবাসীদের ইসরায়েলে সরিয়ে আনতে সমর্থ হয় যার পরিকল্পনা গ্রহণ করেছিলেন দ্রুজ যোগাযোগমন্ত্রী আইয়ুব কারা। দি জিউশ এজেন্সি বলছে গত কয়েক বছরে অন্তত ২’শ ইহুদিকে ইয়েমেন থেকে ইসরায়েলে সরিয়ে আনা সম্ভব হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়