শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৬ মার্চ, ২০১৮, ০৬:০৬ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০১৮, ০৬:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবনের জন্য লড়ো

ডেস্ক রিপোর্ট :  লাখো মানুষ। জড়ো হয়েছিলেন যুক্তরাষ্ট্রের রাজধানীতে। দাবি একটাইÑ অস্ত্র আইন কঠোর করতে হবে। শিক্ষার্থীদের ডাকা সেই মহামিছিলে ভাষণ দিতে উঠেছিলেন গত মাসের বন্দুক হামলায় বেঁচে যাওয়া কিশোরী এমা গঞ্জালেজ। ওই হামলায় নিহত ১৭ জনের নাম একে একে বলার পর নীরব হয়ে গিয়েছিলেন ১৮ বছরের মেয়েটি। টানা ৪ মিনিট ২৬ সেকেন্ড চুপ রইলেন।

এ সময় পুরো সমাবেশও প্রায় শতভাগ নীরব ছিল। শুধু মাঝে মাঝে সেøাগান শোনা গেছে। আর শোনা যায় এমার দীর্ঘশ্বাস, দেখা যায় তার গাল বেয়ে অশ্রু ঝরতে। মঞ্চে তার উপস্থিতি ৬ মিনিট ২০ সেকেন্ড পার হলে একটি ঘড়ি (টাইমার) আওয়াজ দেয়। এর পর এমা তার ভাষণ শেষ করার আগে সবার উদ্দেশে বলেন, ‘অন্য কারো ঘাড়ে দায়িত্ব পড়ার আগেই নিজের জীবনের জন্য লড়ো।’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পার্কল্যান্ডের ডগলাস স্কুলে ১৪ ফেব্রুয়ারি বন্দুক হামলা হয়। স্কুল থেকে বহিষ্কার হওয়া সাবেক এক শিক্ষার্থী ওই হামলা চালান। ৬ মিনিট ২০ সেকেন্ডের ওই হামলায় ১৭ জনের প্রাণ ঝরে যায়। আহত হন আরও ১৫ জন। এমা গঞ্জালেজ ওই হামলা থেকে বেঁচে যাওয়াদের একজন।

হামলার পর থেকেই যুক্তরাষ্ট্রজুড়ে অস্ত্র নিয়ন্ত্রণের দাবিতে সোচ্চার হন প্রতিবাদীরা। এমা ও অন্য শিক্ষার্থীরা গণআন্দোলনের ডাক দেন। ‘আমাদের জীবনের জন্য মিছিল’ নামের ওই আন্দোলনে শামিল হয়েছেন দেশের প্রায় সব পেশাশ্রেণির মানুষ। হোয়াইট হাউস কিংবা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তাদের এ আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। টাইম ম্যাগাজিন গত সপ্তাহের প্রচ্ছদে এমাসহ পাঁচ আন্দোলনকর্মীর ছবি প্রকাশিত হয়। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ দিয়ে ‘আর কখনো নয়’ (#নেভারএগেইন) বলে প্রচারাভিযান চালাচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়