শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৬ মার্চ, ২০১৮, ০৬:৪৮ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০১৮, ০৬:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নানা আয়োজনে কুড়িগ্রামে স্বাধীনতা দিবস পালন

সৌরভ কুমার ঘোষ, কুড়িগ্রাম: কুড়িগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ৪৭তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন, পুলিশ সুপার মো: মেহেদুল করিম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ. লীগ সাধারণ সম্পাদক সাবেক এমপি মো. জাফর আলী, প্রমুখ। কুড়িগ্রাম স্বাধীনতার বিজয় স্তম্ভে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ।

এ বছর আমাদের মহান স্বাধীনতার ৪৭ বছর পদার্পণের শুভমুহূর্তে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের গ্রুপ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন বিশেষ মাত্রা যোগ হয়েছে। একই সঙ্গে গত বছরের অক্টোবরে একাত্তরের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া সেই কালজয়ী ভাষণও ইউনেস্কোর ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যর স্বীকৃতি লাভ করে।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে এবার জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সোমবার ভোরে বিজয় স্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন, পুলিশ সুপার মো. মেহেদুল করিম, জেলা পরিষদ চেয়ারম্যান মো: জাফর আলী, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, সরকারি, বেসরকারি, সাংস্কৃতিক সংগঠনসহ অন্যান্য সংগঠন, সাধারণ মানুষ পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পরে কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে কতোপ অবমুক্ত, সারাদেশের সাথে একযোগে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ, শারীরিক কসরোত প্রদর্শন, পুরস্কার বিতরনের মধ্যে প্রথম অর্ধের আয়োজন পালন করা হয়।

এছাড়াও দিনব্যাপী বিভিন্ন মসজিদ, মন্দির ও উপসনালয়ে দোয়া মাহফিল, স্টেডিয়ামে বিভিন্ন ধরণের খেলাধুলাসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়