শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৬ মার্চ, ২০১৮, ০৫:৪৬ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০১৮, ০৫:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলকাতায় শাকিব খানের আরও অনেক ছবি চাই

ডেস্ক রিপোর্ট : কলকাতার অভিনেত্রী পায়েল মুখার্জি। এরই মধ্যে টালিগঞ্জের ছয়টি ছবিতে কাজ করেছেন। ঢাকার একটি ছবিতেও (শ্যাওলা, নায়ক ফেরদৌস) কাজ করেছেন তিনি। সম্প্রতি এই নায়িকা শাকিব খানের বিপরীতে ‘ক্যাপ্টেন খান’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এই ছবিতে অভিনয় ও ক্যারিয়ারের নানা প্রসঙ্গ নিয়ে কথা হয় তার সঙ্গে।

অভিনয়ে আসার ইচ্ছা কি ছোটবেলা থেকেই?
একদম তাই। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আলাদা একটা ভালোলাগা ছিল। ছোটবেলায় নাচ শিখেছিলাম। সেটা এখন কাজে লাগছে।

লেখাপড়া করেছেন কোন বিষয়ে?
লেখাপড়া করেছি চিকিৎসাবিজ্ঞানে। এখন এম ফার্মা করছি।

তা হলে অভিনয়টা কি শখের বসে করছেন?
না, আমি যখন যে কাজ করি, তখন সেটার প্রতিই মনোযোগ থাকে। অভিনয়ও তাই। এটাকে শখ বলা যাবে না। প্যাশন বলতে পারেন।

নামের আগে অভিনেত্রী শুনতেই পছন্দ করেন?
অবশ্যই, চিকিৎসাবিজ্ঞান নিয়ে আমার পিএইচডি করার ইচ্ছা আছে। সেটা যখন শেষ করব, তখন হিসাবটা হয়তো ভিন্ন হবে। তার আগে অভিনেত্রী পায়েলই চলুক। (হাসি)

প্রথমবার নিজেকে পর্দায় দেখার অনুভূতি?
ভালো লাগছিল। কিন্তু প্রথমবার পর্দায় দেখার পর নিজের অনেক খুত খুঁজে বের করেছিলাম। পরে সেগুলো শুধরে নিয়েছি। তার পর থেকে যতবারই নিজেকে পর্দায় দেখি, ততবারই ভুল খোঁজার চেষ্টা করি।

এটা তো সব অভিনয়শিল্পীরই করা উচিত ?
হয়তো। আমি করি।

বাংলাদেশের ছবিতে অভিনয় করছেন। এখানকার ছবি দেখেছেন?
হুম। অনেকে ছবিই দেখেছি। তবে সব থেকে বেশি দেখেছি নাটক। আমার প্রিয় অভিনেতা-অভিনেত্রীর তালিকায় প্রথমেই আছে নুসরাত ইমরোজ তিশা ও মোশাররফ করিম।

আর ছবিতে ?
জয়া আহসান, শাকিব খান। ছবিতেও তিশার অভিনয় আমার ভালো লাগে।

একটি ছবি হিট করতে হলে কোন বিষয়টির ওপর সবার আগে নজর দেওয়া উচিত বলে মনে করেন ?
গল্প।

কেন?
সহজভাবে বলি, আমরা বিভিন্ন ছোটগল্পের বই বা উপন্যাস পড়ি। সেখানে চরিত্র কয়টা? একটা। লেখকই সব। তবুও আমরা পড়ি। কারণ গল্পের বিভিন্ন চরিত্রে আমরা নিজেদের কল্পনা করি বলে। সিনেমা তো ওই গল্পেরই ভিডিওগ্রাফি। তাই গল্পটাই আসল।

বাংলাদেশে আসছেন কবে ?
এই সপ্তাহের শেষের দিকে বিষয়টা নিশ্চিতভাবে বলা যাবে। তবে এপ্রিলের প্রথম সপ্তাহে আসতে পারি ‘ক্যাপ্টেন খান’ ছবির কাজে।

ক্যাপ্টেন খান ছবিতে নায়ক হিসেবে আপনি পাচ্ছেন শাকিব খানকে। ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে কতটা প্রস্তুতি নিচ্ছেন ?
শাকিব খান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক। তিনি সুপারস্টার। আর সুপারস্টারের বিপরীতে যিনি অভিনয় করেন, তার প্রতি দর্শকের নজর থাকে অনেক বেশি। ফলে ভালো কিছুই করতে হয়। সত্যি বলতে এই ছবির জন্য আমি অনেক প্রস্তুতি নিচ্ছি।

আপনাদের ওখানের দর্শক শাকিব খানকে কতটা পছন্দ করে বলে আপনার মনে হয় ?
শাকিব খান পরিশ্রমী একজন অভিনেতা। আমাদের এখানে দিনে দিনে তার ভক্ত বাড়ছে। পছন্দ না করলে এটা সম্ভব হতো না। এটা ধরে রাখতে হলে আরও কিছু ছবি তার দেওয়া উচিত। আমি কলকাতায় শাকিব খানের আরও অনেক ছবি চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়