শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৬ মার্চ, ২০১৮, ০৪:০৪ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০১৮, ০৪:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাহাড়ও ডিম পাড়ে!

রবিন আকরাম : শুনতে হয়তো অবাক লাগছে। সব সময় দেখে আসেছেন হাঁস, মুরগি, কচ্ছপ, পাখ-পাখালি, সাপখোপ তে ডিম পেড়েই থাকে। কিন্তু কোনও অজৈব পদার্থের ডিম পেড়েছে সেটা কেউ অনেকের কাছে অবিশ্বাস। সম্প্রতি তেমনি এক আজব খবর জানাল আন্তর্জাতিক গণমাধ্যম কিউরিওসিটি.কম।

চিনের গুইঝোউ প্রদেশের গুলু নামের এক গ্রামের কাছে এক পর্বতগাত্র ডিম পাড়ছে, এই মর্মে একটি পোস্ট ফেসবুকে ভাইরাল হয়েছে সম্প্রতি। হিতু মায়াত তিন নামের জনৈক ব্যক্তি এই পর্বতগাত্রের একটি ছবি পোস্ট করলে তা নিয়ে হইচই শুরু হয়। দিব্বি মসৃণ, রং-বেরংয়ের ডিমের মতো আকৃতির পাথর পাহাড়ের খাড়া এবং এবড়ো-খেবড়ো গায়ে ‘গজিয়ে উঠছে’ বেশ কয়েক বছর ধরেই। স্থানীয় মানুষ এই পাহাড়ের নামকরণ করেছেন ‘চ্যান ড্যান ইয়া’ বা ‘ডিম-পাড়া পাহাড়’। কোথা থেকে এবং কী করে এই ‘ডিম’ গজাচ্ছে, তা নিয়ে রীতিমতো রহস্য দানা বেঁধেছে ওই এলাকায়।

পৃথিবীর বিভিন্ন প্রান্তের ভূতাত্ত্বিকরা বিষয়টি নিয়ে চর্চা শুরু করেছেন। ১৯ ফুট উঁচু এবং ৬৫ ফুট চওড়া এই পর্বতগাত্র ৫০০ মিলিয়ন বছর আগে তৈরি হয়েছিল বলে জানিয়েছেন তাঁরা। এতে ক্যালসিয়াম কার্বনেট বেশি বলে তাঁরা জানিয়েছেন। ক্যালসিয়াম কার্বনেট আর কিছুই নয় আমাদের চিরচেনা চক বা খড়ি। অপেক্ষাকৃত নরম খড়িপাথর দীর্ঘদিন ধরে চাপে থাকলে পিণ্ড পাকিয়ে এই রকম ভাবে ঠেলে বেরিয়ে আসতে পারে। আর পাথরের মধ্যে থাকা অন্য ধাতু বা রাসায়ানিক তাকে বিভিন্ন রং প্রদান করে।

ভূতাত্ত্বিকরা আরও জানাচ্ছেন, এই ‘ডিম’গুলি এক সময়ে পর্বতগাত্র থেকে খসেই পড়ে। আবার নতুন ‘ডিম’ অন্য জায়গায় ফুটে ওঠে। আপাতত ‘চ্যান ড্যান ইয়া’ রীতিমতো আকর্ষণ করছে পর্যটকদের। ভিড় বাড়ছে গুলু গ্রামের আশপাশে। সূত্র : এবেলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়