শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২৬ মার্চ, ২০১৮, ০৩:৫৪ রাত
আপডেট : ২৬ মার্চ, ২০১৮, ০৩:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাধীনতা দিবসে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক: ৪৭তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। লাল সবুজে পোষাক, ব্যানার, ফেস্টুন স্বাধীনতা সাজে স্বাধীনতা নানা শ্লোগানে র‍্যালি করে শিবির ঢাকা মহানগরী দক্ষিণ।

সোমবার (২৬শে মার্চ)সকালে রাজধানীর গেন্ডারিয়া রেল স্টেশন থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে জুরাইন মোড়ে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রাটি নেতৃত্ব দেন শিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শাহ মুহাম্মদ মাহফুজুল হক ও মহানগরী সভাপতি শাফিউল আলম।

শোভাযাত্রা পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে শাহ মুহাম্মদ মাহফুজুল হক বলেন, ১৯৭১ সালের এই দিনে এদেশের সাধারণ মানুষ পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ও স্বাধীনতার সংগ্রামে ঝাপিয়ে পড়েছিলো। এক সাগর রক্ত এবং অসংখ্য জীবনের বিনিময়ে এদেশের মানুষ বিজয় অর্জন করেছিলো। অথচ আজ স্বাধীনতার ৪৭ বছর পার হলেও এদেশর মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাধ পায়নি। বর্তমান সরকার ক্ষমতায় থেকে মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্রকে হত্যা করেছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। এ সরকার ইয়াহিয়া ও আইয়ুব খানের মত এদেশের মানুষের বুকে গুলি চালিয়ে মানুষের প্রতিবাদের ভাষাকে স্তব্ধ করে দিতে চায়। অবৈধ ভাবে ক্ষমতায় থাকার জন্য এদেশের স্বাধীনতাকে প্রতিবেশি দেশের কাছে বন্ধক দিতে চায়। ইসলামী ছাত্রশিবির জীবন দিয়ে হলেও এদেশে স্বাধীনতা ও সার্বভৌমকে রক্ষা করবে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনবে। এছাড়াও তিনি তার বক্তব্যে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান ব্যক্ত করেন।

শোভাযাত্রায় মহানগরী সেক্রেটারী কাজী মাসুম সরকারসহ আরো উপস্থিত ছিলেন শিবির নেতা মাঈনুল হাসান হিরা, আহমাদ হোসাইন রাসেল , ইমাম হোসাইন, হাবিবুল্লাহ নোমান, শফিউল্লাহ, মোস্তফা আহমেদ, আমজাদ হোসাইন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়