শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২৬ মার্চ, ২০১৮, ০৩:৪৩ রাত
আপডেট : ২৬ মার্চ, ২০১৮, ০৩:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের মোকাবিলায় আমেরিকা ব্যর্থ হয়েছে: প্রেসিডেন্ট রুহানি

ওমর শাহ: ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, বিগত ফার্সি বছরে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তার দেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং আমেরিকা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরান বিরোধী পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

রুহানি আজ রোববার নতুন ফার্সি বছর ১৩৯৭’র প্রথম সরকারি কার্যদিবসে মন্ত্রিপরিষদের সদস্যসহ পদস্থ কর্মকর্তাদের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, মার্কিনীরা গত কয়েক মাস ধরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে প্রস্তাব পাসের জন্য বহু চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।

প্রেসিডেন্ট রুহানি বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থ- আইএইএ বারবার পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতি ইরানের অটল থাকার কথা ঘোষণা করার কারণে এ সমঝোতা ভ-ুল করার মার্কিন প্রচেষ্টা সফলতার মুখ দেখেনি।

ইরানের প্রেসিডেন্ট বলেন, বিশ্বের বেশিরভাগ দেশ ও জনমত তার দেশের পরমাণু সমঝোতার প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে যা ছিল তার সরকারের পররাষ্ট্রনীতির বড় ধরনের সাফল্য। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিগত ফার্সি বছরে ইরানের সম্পর্ক ভালো ছিল উল্লেখ করে রুহানি বলেন, আঞ্চলিক নিরাপত্তা রক্ষার ক্ষেত্রেও ইরান বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।

বৈঠকে তিনি অভ্যন্তরীণ ক্ষেত্রেও তার সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরেন। গত ২১ মার্চ ইরানে ফার্সি নতুন বছর ১৩৯৭ শুরু হয়েছে। ইরানের পাশাপাশি আফগানিস্তান ও তুর্কমেনিস্তানসহ বিশ্বের আরো বেশ কিছু দেশের সরকারি বর্ষপঞ্জি হিসেবে ফার্সি বছর চালু রয়েছে। সূত্র: আইআরআইবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়