শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৬ মার্চ, ২০১৮, ০৯:১২ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০১৮, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মার্চ ফর আওয়ার লাইফ’ র‍্যালির ৬টি উল্লেখযোগ্য মুহুর্ত

তানভীর রিজভী : ফ্লোরিডার স্কুলে গোলাগুলির পর থেকেই আমেরিকার অস্ত্র নিয়ন্ত্রণ আইন সংশোধনের জন্যে দেশটির  বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করে যাচ্ছে। ধীরে ধিরে এই আন্দোলনের পরিসর আরও বড় হতে থাকে। শনিবার এই আন্দোলনে প্রায় ২ লক্ষ মানুষ অংশগ্রহণ করে।

প্রথমে এই আন্দোলন 'নেভার এগেইন' ব্যানারে মানুষকে একতাবদ্ধ করেছে। কিন্তু শনিবারের  ২ লক্ষ মানুষের উপস্থিতি এই আন্দোলনকে নিয়ে যায় অন্য একটি মাত্রায়। 'নেভার এগেইন' ব্যানারের সাথে এখন এই আন্দোলনে 'মার্চ ফর আওয়ার লাইফ' নামক ব্যানারের নিচে সবাই আন্দোলন করেছেন। পরে একটি র‍্যালি নিয়ে তারা ওয়াশিংটন ডিসির দিকে যাত্রা করে। অস্ত্র নিয়ন্ত্রণ আইন অনশোধনের জন্যে এত বড় গণজমায়েত আমেরিকার ইতিহাসে আর হয়নি কখনো। শনিবারের বিশাল এই জনসমুদ্রের ৬ টি উল্লেখযোগ্য মুহুর্ত আপনাদের সামনে তুলে ধরা হল :

 ১. এমার মিনিট ২০ সেকেন্ড নিরবতা : ফ্লোরিডার স্কুলে গোলাগুলির ঘটনায় বেঁচে যাওয়াদের মধ্যে একজন তিনি। গোঞ্জালজেস এমা। মঞ্চে উঠে তিনি ৬ মিনিট ২০ সেকেন্ড নিরবতা পালন করেন। ঠিক ৬ মিনিট ২০ সেকেন্ড পরে তিনি বলেন , আমার এই নিরবতার কারণ হচ্ছে এই ৬ মিনিট ২০ সেকেন্ডই আমার স্কুলের ১৭ টি তাজা প্রাণ নিঃশেষ করে দিয়েছে।

 মার্টিন লুথার কিং এর নাতিনীর বক্তৃতা : মার্টিন লুথার কিং এর ৯ বছর বয়সি নাতনীর বক্তব্য ছিল সমাবেশের অন্যতম চমক। ইয়োলান্ডা রিনি কিং মঞ্চে উঠে প্রথমেই তার দাদার বিখ্যাত উক্তিটি দেয়, 'আই হ্যাভ আ ড্রিম'। এরপরে তিনি বলেন, এটা হবে বন্দুকবিহীন একটি পৃথিবী। আমরা যারা এখানে এসেছি তাদের সবার দায়িত্ব আমাদের আন্দোলনকে সমগ্র দেশে ছড়িয়ে দেওয়া।

-  অবহেলিত কৃষনাঙ্গদের প্রতিনিধি ১১ বছরের নওমি : বয়স ১১ হলে কি হবে? 'মার্চ ফর আওয়ার লাইফ'  র‍্যালিতে নাওমি ওয়েল্ডারের জোরালো কন্ঠ সবার মনে আলাদা একটি জায়গা করে নিয়েছে। পঞ্চম শ্রেণীর ছাত্রী নাওমি তার বক্তব্যে বলেন, আমি সেসব আফ্রিকান-আমেরিকান মেয়েদের পক্ষ থেকে এসেছি যাদের কথা খবরের কাগজে প্রথম পৃষ্ঠায় স্থান করে নিতে পারেনা।

৪. স্যান্ডি হুক স্কুলের গোলাগুলিতে বেঁচে যাওয়া শিক্ষার্থীর ধন্যবাদ জ্ঞাপন : ২০১২ সালে স্যান্ডি হুক স্কুলে বন্দুকধারীর গুলিতে ২৭ জন প্রাণ হারিয়েছিলেন। সেই হামলায় বেঁচে যাওয়া ম্যাথিউ সোটো বলেন, আমি তখন খুব ছোট ছিলাম। ঘাতকের গুলিতে আমার বোন প্রাণ হারিয়েছে। আপনাদের ধন্যবাদ এবার আপনারা আর চুপ থাকেননি।

৫. তারকাদের একাত্বতা ঘোষণা : শুধু যে জনসাধারণই এই র‍্যালিতে অংশগ্রহণ করেছে তা নয়। আমেরিকার বিখ্যাত অনেক তারকাও এই র‍্যালিতে তাদের

সমর্থন জানিয়েছেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন বিশ্বখ্যাত ব্যান্ড বিটলস এর সদস্য স্যার পল ম্যাককার্টনে। হলিউড অভিনেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন কিম কার্ডেশিয়ান ও তার স্বামী, ম্যানুয়েল মিরান্ডা,জেনিফার হাডসন। উপস্থিত ছিলেন আমেরিকার মিডিয়া জগতের মুঘল নামে খ্যাত অপ্রাহ উইনফ্রে।

 

৬. আকর্ষণীয় প্ল্যাকার্ড : র‍্যালিতে অংশগ্রনকারীরা ব্যবহার করেছেন আকর্ষণীয় সব প্ল্যাকার্ড। যাতে লেখা ছিলো বিভিন্ন দাবী। আইনপ্রণেতাদেরকে নিয়ে আঁকা ছিল নানা ব্যাঙ্গাত্মক চিত্র।

সূত্র: বিবিসি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়