শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২৬ মার্চ, ২০১৮, ০৭:৫৮ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০১৮, ০৭:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্ত্রাসীদের গোপন টানেল হাসপাতাল আবিষ্কার

বাঁধন : সিরিয়ার আফরিন শহরের মাটির নিচে সন্ত্রাসীদের ব্যবহৃত ৫০ মিটার লম্বা একটি হাসপাতালের সন্ধান পেয়েছে তুরস্কের সেনাবাহিনী।

হাসপাতালের টানেলটির প্রবেশ পথ বাহির থেকে রয়েছে বলে রবিবার তুর্কি নিরাপত্তা বাহিনীরা নিশ্চিত করেছে।

হাসপাতালের একটি লুকায়িত অংশে বেশকিছু সংরক্ষিত ওষুধ, এক্স-রে মেশিন এবং বেশ কিছু আমেরিকান প্রাথমিক চিকিৎসা সামগ্রী উদ্ধার করে তারা। হাসপাতালে অপর অংশে পাওয়া যায় সন্ত্রাসীদের কিছু রক্তাক্ত ইউনিফর্ম।

তুর্কি নিরাপত্তা বাহিনী ধারনা করছে যে, সন্ত্রাসীদের বড় একটি অংশ তুর্কি সামরিক নেতৃত্বাধীন অভিযানের সময় এই হাঁসপাতাল থেকেই চিকিৎসা সেবা গ্রহণ করে।

উল্লেখ্য, গত ২০ শে জানুয়ারি থেকে তুর্কি সেনা বাহিনীর বিশেষ দল, তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলীয় সিরিয়ান শহর আফরিন থেকে সন্ত্রাসীগোষ্ঠীগুলোকে  প্রতিহত করার লক্ষ্যে অপারেশন অলিভ শাখা নামে একটি শাখা চালু করেন।

গত ১৮ই মার্চ তুর্কি এবং ফ্রি সিরিয়ান আর্মির সমন্বয়ে আফরিন শহর সন্ত্রাসীগোষ্ঠী হতে দখল মুক্ত করা হয় যা ছিল গত ২০১২ থেকে সন্ত্রাসীগোষ্ঠী ইপিজি এবং পিকেকে এর মূল দখলে। আপারেশন পরবর্তী তুর্কি নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের সকল কিছু তাদের আওতায় নিয়ে আসে এবং আফরিনের স্থানীয় বাসিন্দারা তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে শুরু করে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়