শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ২৬ মার্চ, ২০১৮, ০৬:৫২ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০১৮, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে কি বঙ্গবন্ধুর ছবি ভাংচুরের বিচার নেই ?

নুরনবী সরকার, লালমনিরহাট প্রতিনিধি : বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করে শিবির ক্যাডাররা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে। অথচ পুলিশ স্থানীয় ভাবে মিমাংশার অযুহাতে কোন আইনী ব্যবস্থা নিচ্ছে না। দেশে কি বঙ্গবন্ধুর ছবি ভাংচুরের বিচার নেই ? এ ভাবেই ক্ষোভ প্রকাশ করেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহান। রোববার সন্ধ্যায় হাতীবান্ধা প্রেসক্লাবে উপজেলা ছাত্রলীগ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি ক্ষোভ প্রকাশ করে বঙ্গবন্ধুর ছবি ও মঞ্চ ভাংচুরের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করেন।

সংবাদ সম্মেলনে হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহান আরো বলেন, উপজেলার পশ্চিম কাদমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গত ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দিন ভর বিভিন্ন কর্মসুচী পালন করেন। ওই দিন রাতে কয়েকজন শিবিরের ক্যাডার এসে বঙ্গবন্ধুর ছবি ও মঞ্চ ভাংচুর করে। আমরা উপজেলা ছাত্রলীগ ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা পেয়েছি। এ ঘটনার প্রেক্ষিতে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ করেছি। কিন্তু থানায় অভিযোগ না নিয়ে বলেছে স্থানীয় চেয়ারম্যান বিষয়টি আপোষ করেছে। বঙ্গবন্ধু জন্মদিনের সরকারী অনুষ্ঠানে মঞ্চ ভাংচুর করার অপরাধে দেশে যদি বিচার থাকে তাহলে আগামী ২৪ ঘন্টার মধ্যে আমরা এর সুষ্ঠ বিচার চাই। না হলে রাজপথে অবরোধসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট ও কঠিন কর্মসূচী দিতে বাধ্য হবে হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগ।

উক্ত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ সভাপতি মশিউর রহমান মামুন, উপজেলা ছাত্রলীগের সম্পাদক পারভেজ হোসেন, আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগ সভাপতি লিপন কুমার রায়, ভেলাগুড়ি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান, ছাত্রলীগ নেতা বাধঁন পাটোয়ারী, লেলিন, নিয়াজ বাপ্পী, কমল প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়