শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ২৬ মার্চ, ২০১৮, ০৬:০৩ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০১৮, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাবিতে আঁকা হচ্ছে দেশের দীর্ঘতম আলপনা

ডেস্ক রিপোর্ট : ২৫ মার্চ কালরাত স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেশের দীর্ঘতম আলপনা আঁকা শুরু হয়েছে। রবিবার (২৫ মার্চ) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন রাস্তায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম এই কার্যক্রমের উদ্বোধন করেন। এর পরপরই রং-তুলি নিয়ে সোৎসাহে আলপনা আঁকায় নেমে পড়েন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। ছাত্র-শিক্ষক কেন্দ্রের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলো এই কর্মযজ্ঞের তত্ত্বাবধানে রয়েছে।

আলপনা অঙ্কন কার্যক্রম উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, ‘২৫ মার্চ রাতের আঁধারে পাকিস্তানী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড এদেশের মানুষ কোনও দিন ভুলবে না। আমাদের এ আল্পনা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে।’

এই সময় ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক বশির আহমেদ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মো. আবদুল্লাহ হেল কাফী, প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক সিকদার মো. জুলকারনাইনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংশিষ্টরা জানান, বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন থেকে বিশমাইলমুখী রাস্তায় দুই কিলোমিটার দৈর্ঘ্যে এ আলপনা আঁকা হবে। রং-তুলির ছোঁয়া লাগবে প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশপথেও। অঙ্কনে পারদর্শী যে কেউ এতে অংশ নিতে পারছে।

বার্জার পেইন্টস এই কর্মসূচিতে রঙ স্পন্সর করেছে।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত চার দিনব্যাপী ‘মুক্তিসংগ্রাম সাংস্কৃতিক উৎসব’ এর আয়োজন করেছে ছাত্র শিক্ষক কেন্দ্র। এর অংশ হিসেবে রবিবার সকাল দশটায় ক্যাফেটেরিয়া চত্বরে মুক্তিযুদ্ধের চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

নাটক ও গানের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা তুলে ধরতে এই উৎসবের আয়োজন। উৎসবের বিভিন্ন দিনে বরেণ্য গুণীজন ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে। সূত্র : বাংলাট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়