শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৬ মার্চ, ২০১৮, ০৫:৫৬ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০১৮, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তৃণমূল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘চিকিৎসা সেবায় কোনও শৈথল্য সহ্য করা হবে না। সীমিত সম্পদ নিয়েই তৃণমূলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।’ তিনি রবিবার (২৫ মার্চ) ২৫০ শয্যাবিশিষ্ট সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে মতবিনিময় সভায় এই কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগেই  আরও ১০ হাজার চিকিৎসক ও নার্স ছাড়াও  ৪০ হাজার জনবল নিয়োগ দেওয়া হবে। সংকট দূর হবে। তৃণমূলের সেবাও নিশ্চিত হবে।’

সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। তবে সংবিধানের বাইরে যাওয়ার কোনও সুযোগ নেই। সংবিধান অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সরকার সাংবিধানিক দৈনন্দিন কাজ করবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। আওয়ামী লীগ চায় খালেদা জিয়া আইনী প্রক্রিয়ায় জামিনে বেরিয়ে এসে নির্বাচনে অংশগ্রহণ করুক।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রমেশ চন্দ্র সাহা। স্বাগত বক্তব্য দেন আবাসিক মেডিক্যাল অফিসার ডা. এম আকরামুজ্জামান। এছাড়াও বক্তব্য দেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, প্রকল্প পরিচালক ডা. বাকির হোসেন ও সিভিল সার্জন ডা. কাজী শামীম হোসেন। সূত্র : বাংলাট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়