শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৬ মার্চ, ২০১৮, ০৪:৪৪ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০১৮, ০৪:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

`সেসব পত্রিকা পাকিস্তানের ক্রোড়পত্র প্রকাশ করে তাদের ধিক্কার জানানো উচিত’

রাজু আনোয়ার: বাংলাদেশের দুটি পত্রিকায় পাকিস্তানের বিশেষ দিবসের ক্রোড়পত্র প্রকাশ করেছে মন্তব্য করে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম এমপি বলেছেন, যারা পাকিস্তানের বিশেষ দিবসের ক্রোড়পত্র স্বাধীন বাংলাদেশের পত্রিকায় প্রকাশ করে তাদের ধিক্কার জানানো উচিত। তাদের জন্য একটুখানি দমনও করা প্রয়োজন।

রোববার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে বাংলাদেশ বেতার-টেলিভিশন শিল্পী সংস্থার আয়োজনে ২০১৮ সালে একুশে পদক প্রাপ্ত আট গুণিজনকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার এতবছর পরেও যারা রাজাকারকে রাজাকার বলতে ভয় পায় তারা আসলে পাকিস্তানি মুদ্রার অন্যপিঠ ছাড়া কিছু নয়।

প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের ৪৭ বছর পরে এসেও আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের শক্তি নিয়ে কথা বলতে হয় এটা লজ্জার । সবাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এটাই হোক সত্য ।

সংগঠনের সভাপতি ড. ইনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ বেতার-টেলিভিশন শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল আজম বাশার। এসময় আরো বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, রেলমন্ত্রী মুজিবুল হক এমপি । আরো উপস্থিত ছিলেন শিল্পী স্যুজেয় শ্যাম, ইন্দমোহন রাজবংশী, শেখ সাদী খান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়