শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২৬ মার্চ, ২০১৮, ০১:১৯ রাত
আপডেট : ২৬ মার্চ, ২০১৮, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুনির্দিষ্ট বিষয়ে বিএনপির অবস্থান পরিস্কার চায় শরিকরা

শাহানুজ্জামান টিটু : জোটকে পাশ কাটিয়ে খালেদা জিয়ার মুক্তি আন্দোলন এককভাবে করা, আসন ভাগাভাগি, শরিকদলগুলো বিষয়ে উদাসিনতা, সমন্বয়হীনতাসহ জোটের পক্ষ থেকে কোনো কর্মসূচি প্রণয়ন না করায় ক্ষোভ প্রকাশ করেছেন ২০ দলীয় জোটের কয়েকটি শরিকদল।

এছাড়া বৈঠকে সুনির্দিষ্ট কিছু বিষয়ে বিএনপির অবস্থান পরিস্কার করার কথা বলেছে তারা। এরমধ্যে রয়েছে খালেদা জিয়ার মুক্তি আন্দোলন জোটবদ্ধ হবে, না শুধুই বিএনপি করবে করবে? নির্বাচনে আসন ভাগাভাগির বিষয়ে এখন থেকেই বিএনপিকে ভাববার পরামর্শ দেওয়া হয়েছে। অপর দিকে বিএনপির পক্ষ থেকে শরিকদেরকে জোট থেকে বের না হয়ে জোটবদ্ধ থাকার ওপর বেশী গুরুত্ব দেওয়া হয়েছে। জোটের একাধিক নেতার সঙ্গে আলাপ করে এসব তথ্য জানা গেছে।

বৈঠক সূত্র জানায়, আসন ভাগাভাগির বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শরিকদের কাছে জানতে চাইলে তারা বলেন, এ বিষয়ে সরকারের এজেন্ট মিডিয়াগুলো বিভ্রান্তি ছড়াচ্ছে। এসময় সুনির্দিষ্টভাবে কয়েকটি রাজনৈতিক দলের নাম উল্লেখ করা হলে ওই দলগুলো তা সম্পূর্ণভাবে অস্বীকার করে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে শরিকদলগুলোর কেউ কেউ ২০, ৩০, ৫০টির মত আসন চেয়েছে।

এবিষয়ে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের কাছে এই ধরণের কোনো তালিকা নেই বা কোনো দল দেয়নি। বিএনপির নেতারা বলেন, এই মুহূর্তে নিবাচনের মত কোনো পরিবেশে দেশে নেই। জোট প্রধান কারাগারে তাই নির্বাচন নিয়ে বিএনপি ভাবছে না। এখন পুরো বিষয়টি খালেদা জিয়ার মুক্তির ওপর নির্ভর করছে। এই অবস্থায় আসন ভাগাভাগির বিষয়টি আসা একটা ব্যতিক্রম ঘটনা। বিএনপি এখন চায় না শরিকদলগুলো আসন ভাগাভাগিতে জড়িয়ে পড়ুক।

জোটের এক নেতা জানান, জোটের মধ্যে কোনো অসন্তোষ নেই। তবে অস্বস্তি আছে। বিএনপির মনোভাব তারা এই মুর্হূতে আন্দোলন কেন্দ্রীক থাকতে চায়। তবে তিনি বলেন, আমরা বিএনপির কাছে এখনই বলছি না কতগুলো আসন আমাদেরকে দিতে হবে। আমরা বিএনপির কাছ থেকে যা আশা করি তা হলো শরিকদলগুলোর মধ্যে কাদেরকে নির্বাচনে অংশ গ্রহণ করতে দেওয়া হবে। তাদেরকে সুনির্দিষ্টভাবে বলে দেওয়া হোক। এসব বিষয়ে দলগুলোর মধ্যে ক্ষোভ থাকবে। তবে এটা বড় কথা না। বিএনপিকে দলের এবং জোটের স্বার্থ দুটোই দেখতে হবে।

লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, বৈঠকে যে আলোচনই হোক না, ২০ দলীয় জোটে কোনো অসন্তোষ নেই। আমরা ঐকবদ্ধ। খালেদা জিয়ার মুক্তি পাওয়ার পর দেশে নির্বাচনী পরিবেশ তৈরি হলে তখন আসন ভাগাভাগি কিংবা অন্য দাবি বিএনপির কাছ থেকে নেওয়া যাবে। এখন জোটের প্রধান কাজ খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে এগিয়ে নেওয়া। তারপর হিসাব নিকাশ।

জোটের শরিক এলডিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, বিএনপির চেয়ারপারসন কারাগারে বিশদলীয় জোটের মধ্যে পনেরো দলেরই কোন খবর নাই। খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে তাদের দেখা যায় না। আজকে বিএনপিকে বুঝতে হবে। কারো দিকে চেয়ে থাকা ঠিক হবে না। বিএনপির করণীয় নিজেদেরই ঠিক করতে হবে বেগম জিয়াকে মুক্ত করতে বিএনপিকেই আন্দোলন করতে হবে জোটের দিকে চেয়ে থাকলে হবে না। বিএনপিকে সর্তক থাকতে হবে যেন কোনো ষড়যন্ত্রে পা দেয়া চলবে না। বহু ষড়যন্ত্র হবে বিএনপিকে ঘিরে সেটা বিএনপিকে বুঝতে হবে এমন কিছু করা যাবে না যে নেতাকর্মীদের মধ্যে ভুল মেসেজ ছড়ায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়