শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৬ মার্চ, ২০১৮, ১২:২৭ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০১৮, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রেক্সিট গণভোটেও হাত ছিলো ক্যামব্রিজ অ্যানালিটিকার

মাহাদী আহমেদ : ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বেরিয়ে আসার ‘ব্রেক্সিট’ সিদ্ধান্ত নিয়ে অনুষ্ঠিত গণভোটে হস্তক্ষেপ করেছিলো ডেটা প্রসেসিং কোম্পানি ক্যামব্রিজ অ্যানালিটিকা।

সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে’র ব্যবহারকারীদের ব্যক্তিগত সব তথ্য হাতরে নেওয়ার ঘটনা ফাঁস হওয়ায় বেশ আলোচিত যুক্তরাজ্য ভিত্তিক এ প্রতিষ্ঠানটি।

ক্যামব্রিজ অ্যানালিটিকা প্রতিষ্ঠানটি কানাডীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ‘অ্যাগ্রিগেট আইকিউ (এআইকিউ)’ যারা ২০১৬ সালের ব্রেক্সিট নির্বাচনে অফিসিয়াল ‘ভোট লিভ’ ক্যাম্পেইনের সাথে যুক্ত ছিলো এবং যেটাকে নেতৃত্য দিয়েছিলেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বোরিস জনসন ও পরিবেশমন্ত্রী মাইকেল গোভ, তাদের সাথে সম্পর্ক থাকার কথা প্রকাশ করেছে।
ক্যামব্রিজ অ্যানালিটিকার সাবেক কর্মী ক্রিস্টোফার উইলি জানিয়েছেন যে, এআইকিউ’র সাথে ক্যামব্রিজ অ্যানালিটিকার সম্পর্ক স্থাপনে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে তিনি একজন।

যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ পত্রিকা ‘দ্য অবজারভার’ গত বছর সর্বপ্রথম এ দুই প্রতিষ্ঠানের মধ্যকার সম্পর্ক উন্মোচন করেছিলো।

সর্বসাধারণের সামনে অফিসিয়াল ‘লিভ ক্যাম্পেইন’ এবং নাইজেল ফারেজে’র ‘লিভ.ইইউ ক্যাম্পেইন’ দু’টিকে পৃথক ঘটনা ও দুই প্রতিষ্ঠানের জন্য প্রতিকূল দেখালেও দুই ডেটা প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক ক্যাম্পেইন দু’টি নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছিলো।

উইলি জানিয়েছেন, ২০১৬ সালে প্রতিষ্ঠান দু’টির মধ্যে সম্পকের্র সীমা আসলে আরও বেশি ছাড়িয়ে গিয়েছিলো। যদিও ক্যামব্রিজ অ্যানালিটিকা ও এআইকিউ প্রতিষ্ঠান দু’টিকে সব সময়ে আলাদাভাবে উপস্থাপন করা হতো, কিন্তু প্রতিষ্ঠান দু’টো এতটাই এক সূত্রে গাঁথা যে ক্যামব্রিজ অ্যানালিটিকার কিছু কর্মী এআইকিউ’কে তাদের প্রতিষ্ঠানেরই একটি অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করতো। এছাড়াও প্রতিষ্ঠান দু’টি একই ধরনের প্রযুক্তি ব্যবহার করতো।

তিনি আরও বলেন যে, তাকে ছাড়া এআইকিউ প্রতিষ্ঠানটির কোনও অস্তিত্বই থাকতো না। তিনি যখন ক্যামব্রিজ অ্যানালিটিকার মূল প্রতিষ্ঠান এসসিএল এর গবেষণা পরিচালক পদে ছিলেন তখন প্রতিষ্ঠানের প্রযুক্তিগত ক্ষমতা বৃদ্ধি করতে অতীতে কাজ করা অনেক লোকের কাছে যেতে হয়েছিলো। দ্য অবজারভার, দ্য গার্ডিয়ান

  • সর্বশেষ
  • জনপ্রিয়