শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৬ মার্চ, ২০১৮, ১২:২৬ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০১৮, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেসামরিক বিমান পরিবহন খাতের উন্নয়নের দাবি এফবিসিসিআইয়ের

স্বপ্না চক্রবর্তী : দেশের বেসামরিক বিমান পরিবহন ব্যবস্থাপনা আরও নিয়মতান্ত্রিক ও যাত্রী-বান্ধব করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে এফবিসিসিআই। দেশীয় যাত্রীদের পাশাপাশি প্রতিবছর যে বিপুল পরিমাণ পর্যটক ব্যবসায়িক প্রয়োজনে এবং ভ্রমণের উদ্দেশ্যে বাংলাদেশে আসছে তাদের উন্নততর সেবা প্রদান করা দরকার বলেও মন্তব্য করেছেন এফবিসিসিআইয়ের নেতা।

রোববার সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি রিলেটিং টু মিনিস্ট্রি অব সিভিল এভিয়েশন এন্ড ট্যুরিজম (সিভিল এভিয়েশন)এর এক সভায় এসব কথা বলেন তারা। এসময় উপস্থিত নেতারা বলেন, প্রতিযোগিতামুলক বিমান পরিবহণ খাতে যাত্রী আকর্ষণে উন্নত বিমান সেবা এবং বিমানবন্দরের দক্ষতা বাড়ানোর বিকল্প নেই। এফবিসিসিআই সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় কমিটির ডাইরেক্টর ইন-চার্জ সুমি কায়সার দেশের বেসামরিক বিমান পরিবহন ব্যবস্থাপনা, সম্ভাবনাময় পর্যটন খাতের সদ্ব্যবহার এবং দেশের বিমানবন্দর সেবার মূল সমস্যাগুলোকে চিহ্নিত করে সেসব সমাধানে এ কমিটির পক্ষ থেকে কাজ করার পরিকল্পনা জানান।

কমিটির চেয়ারম্যান তৌফিক উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআই সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ, কমিটির সদস্য, এফবিসিসিআইয়ের পরিচালক নিজামুদ্দিন রাজেশসহ দেশের বিভিন্ন বিমান পরিবহন সংস্থার প্রতিনিধিরা।

সভায় আলোচকরা আরো বলেন, বাংলাদেশে প্রতিবছর ব্যবসা এবং ভ্রমণের উদ্দেশ্যে আসা পর্যটকের সংখ্যা বেড়েই চলেছে। কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বিমানবন্দরগুলোর সেবা কাঙ্খিত পর্যায়ে উন্নীত হচ্ছে না। পর্যটনখাতে বাংলাদেশের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরে তারা বলেন, শুধু বেড়ানোর উদ্দেশ্যে নয়, বাংলাদেশ টেক্সটাইল ট্যুরিজম, ফ্যাশন ট্যুরিজম, মিডিয়া ট্যুরিজম, ভিলেজ ট্যুরিজম ইত্যাদির এক উল্লেখযোগ্য গন্তব্য হতে পারে। এক্ষেত্রে তাই সরকারকে সুচিন্তিত পরিকল্পনা নিয়ে এগিয়ে আসতে হবে, যেখানে বেসরকারি খাতও যথাযথ অবদান রাখবে বলে জানান তারা।

এসময় পর্যটন খাতের উন্নয়ন এবং বিমানবন্দর সেবায় বিদ্যমান সমস্যাগুলো দূরীকরণে এই কমিটি সবধরণের সহযোগীতা করবে জানিয়ে নেতারা সিদ্ধান্ত নেন, সরকার এবং বেসরকারি খাত একযোগে কাজ করার লক্ষ্যে আগামি মাসে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে এফবিসিসিআইয়ের উদ্যোগে একটি সেমিনারের আয়োজন করা হবে।

সভায় সম্প্রতি কাঠমান্ডুতে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান দূর্ঘটনায় মর্মান্তিক হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেন উপস্থিত ব্যবসায়ী নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়