শিরোনাম
◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী

প্রকাশিত : ২৬ মার্চ, ২০১৮, ১২:১৬ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০১৮, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অব্যবস্থাপনার জন্য পানির সমস্যা বেড়েই চলছে: খলিকুজ্জামান

শাকিল আহমেদ: বাংলাদেশ পানি সম্পদে যথেষ্ট ভালো অবস্থানে থাকার পরেও অব্যবস্থাপনার জন্য আমাদের দেশে পানির সমস্যা দিন দিন বেড়েই চলছে বলে মন্তব্য করেন অর্থনীতিবিদ ড.কাজী খলিকুজ্জমান আহমেদ।

রোববার বিশ্ব পানি দিবস-২০১৮ উপলক্ষে ঢাকা স্কুল অব ইকনোমিক্স-এর উদ্যোগে রিপোর্টার্স ইউনিটিতে সেমিনার এর আয়োজন করা হয়।

সভাপতির বক্তব্যে খলিকুজ্জমান বলেন, আমাদের অনেক সুন্দর নীতি আর পরিকল্পনা থাকলেও তার যথাযথ ব্যবহার হচ্ছে না। এই বিষয়ে সঠিক শিক্ষা গ্রহণের মাধ্যমে নতুন প্রজন্মকে সামনের দিনগুলোতে বাংলাদেশের পানির সঠিক ব্যবহারের তাগিদ দেন তিনি।

সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেন, দেশের পানি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিতকরণে সকল মহলের ভ‚মিকা রাখতে হবে। সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টাই সকল সমস্যার সমাধান এনে দিতে পারে। যদি সেটা সরকারের কোন মহলের গাফিলতির কারণেও হয়ে থাকে, তাহলেও আমাদের সকলের কথা বলা উচিত। ভারত, নেপাল এবং ভুটানকে নিয়ে আন্তর্জাতিক নদীগুলোর পানির নায্য হিস্যা নিশ্চিত করনের উপর গুরুত্ব আরোপ করেন ইনু।

এসময় সেমিনার থেকে দেশের পানি সম্পদের বর্তমান অবস্থার উপর আলোকপাত সহ পানির ক্রমবর্ধমান চাহিদা, পানি ব্যবহারে অমিতব্যয়িতা, পানি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিতকরণের উপর জোর দেয়া হয়। বৃষ্টির এবং জলাভ‚মির পানিসহ সকল প্রকার পানি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিতকরণে বাজেট-এ পানির উপর আরো বেশি বরাদ্ধ দেয়ার আহবান জানানো হয়।

সেমিনার-এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু এবং সভাপতিত্ব করেন ঢাকা স্কুল অব ইকনোমিক্স এর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জমান আহমদ। নির্ধারিত প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা স্কুল অব ইকোনমিক্স- এর ড. এ কে এম নজরুল ইসলাম, ড. সালমা সুলতান। নির্ধাতির আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ, এবং পানি বিশেষজ্ঞরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়