শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৮, ০৮:২২ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০১৮, ০৮:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলংকার মুসলিম বিরোধী দাঙ্গায় হাত ছিল পুলিশ, রাজনীতিকদের

আনন্দ মোস্তফা: চলতি মাসে শ্রীলংকার ক্যান্ডিতে সংগঠিত মুসলিম বিরোধী দাঙ্গায় যোগ দিয়েছিলো দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসের সমর্থনপুষ্ট রাজনীতিক ও পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা, সরকারি কর্মকর্তাদের বক্তব্য ও সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে বার্তা সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে চাঞ্চল্যকর এ তথ্য উঠে এসেছে।

২ মার্চ মিথ্যা গুজব ছড়িয়ে ক্যান্ডিতে মুসলমানদের উপর স্থানীয় সিংহলীজরা হামলা চালিয়ে শত শত বাড়ি ও বেশ কিছু মসজিদ পুড়িয়ে দেয়। এ ঘটনার ভয়াবহতা তীব্র আকার ধারণ করলে সরকার জরুরি অবস্থা জারি করে এবং প্রায় ১ সপ্তাহের জন্য সব ধরণের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়।

পুলিশ ও স্থানীয় রাজনীতিকদের দাঙ্গায় জড়িত থাকার ঘটনায় বোঝা যায়, স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ওপর সরকারের নিয়ন্ত্রণ ছিল না। প্রত্যক্ষদর্শী ও নির্যাতিতরা রয়টার্সকে জানায়, এলিট প্যারামিলিটারি পুলিশ ইউনিট ও স্পেশাল টাস্ক ফোর্স বাহিনী দাঙ্গার সময় মুসলিম নেতা ও মসজিদের ইমামদের লাঞ্চিত করে।

এ এইচ রামিচ নামের এক প্রত্যক্ষদর্শী জানায়, ‘নামাজ চলাকালীন সময়ে মসজিদে ঢুকে পুলিশ পেটাতে থাকে ও অশ্রাব্য ভাষায় চিৎকার করতে থাকে। তারা আমাদের “সন্ত্রাসী” আখ্যা দিয়ে বলে, সব সমস্যার মূলে আমরা।’

এ অঞ্চলে উগ্র বৌদ্ধ জাতীয়তাবাদের উত্থান ও মুসলিম-বিরোধী মনোভাব বৃদ্ধির উৎকৃষ্ট উদাহরণ হিসেবে এ দাঙ্গাকে দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা। এ ধরণের ঘটনা দেশটির বর্তমান বহু-নৃগোষ্ঠিক জোট সরকারকে বিচলিত করছে যারা ২০১৫ সালের নির্বাচনে রাজাপাকসেকে পরাজিত করে ক্ষমতায় এসেছে। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়