শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৮, ০৬:৩০ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০১৮, ০৬:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বৈরাচারি দেশের তালিকা নিয়ে ওবায়দুল কাদেরের প্রশ্ন

জান্নাতুল ফেরদৌসী: জার্মান গবেষণা প্রতিষ্ঠান ‘বেরটেলসম্যান স্টিফটুং’র গণতন্ত্রের মানদণ্ড বিষয়ক প্রতিবেদনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি বলেন, জাতিসংঘ যখন বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল উত্তরণের তালিকায় স্থান দিচ্ছে তখন জার্মান প্রতিষ্ঠানটি আমাদের স্বৈরাচারি দেশের তালিকায় নাম তুলছে কেন? আমি তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন রাখতে চাই।

রোববার (২৫ মার্চ) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে রাজধানী উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা মহানগরীতে যাত্রী পরিবহনে নতুন তিনটি রুটে বিআরটিসির বাস সার্ভিস উদ্বোধন করেন ওবায়দুল কাদের। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমাদের দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম সরকার এবং দলের অবস্থান পরিষ্কার করেছেন। আমি তার সঙ্গে সুর মিলিয়ে একই কথা বলবো, তাদের উদ্দেশ্য কী?

এর আগে প্রতিবেদন বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এইচ টি ইমাম বলেছিলেন, প্রতিবেদনটি উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন। যে সমীক্ষার ভিত্তিতে রিপোর্টটি করা হয়েছে, সেটির তথ্য তারা কোথায় পেয়েছে?

ওবায়দুল কাদের বলেন,  বিএনপি ২৫ মার্চ গণহত্যা দিবস পালনে লজ্জা পায়। গত বছরের মতো এবারও দিবসটিতে তারা নিশ্চুপ। আমি বলবো, যারা পাকিস্তানের দোসর তারাই ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করে না।

২৪ মার্চ রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্য দিয়ে এরশাদের ক্ষমতা দখলের দিনে জাতীয় পার্টিকে সমাবেশের অনুমতি কেনো? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশনের নিবন্ধিত দল হিসেবে তারা সমাবেশ করতেই পারে। প্রশাসন তাদের অনুমতি দিয়েছে, তারা সমাবেশ করেছে। এ বিষয়ে আমাদের বক্তব্য নেই।

তিনি জানান, গণপরিবহণের ভোগান্তি কমাতে আগামী অক্টোবরের মধ্যে ভারত থেকে ২০০ ডাবল ডেকার ও ১০০ নন এসি বাস এবং ৫০০ ট্রাক আনা হবে। সূত্র: চ্যানেল আই

  • সর্বশেষ
  • জনপ্রিয়